কলকাতা 

হরিনাভি স্কুলে ১৫৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ ২৪ পরগনার গৌরব হরিনাভি ডিভিএএস হাই স্কুল-এর ১৫৯-তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়ে গেল আজ রাজপুর রবীন্দ্রভবনে। অবশ্য প্রতিষ্ঠা দিবসের নানান স্বাদের অনুষ্ঠানের মাঝে ছাত্র-ছাত্রীদের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানটিও ছিল খুবই জমকালো এবং এটা নিয়ে ওদের মধ্যে উৎকণ্ঠার অন্ত ছিল না। অভিভাবকরাও প্রথম থেকে শেষ অব্দি অনুষ্ঠানে ছিলেন খুবই মনোযোগী।

হরিনাভি স্কুলের প্রতিষ্ঠাতা পন্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণের প্র-পৌত্র আচার্য জয়ন্ত চক্রবর্তী, স্কুলের প্রায় তিন দশক ধরে প্রধান শিক্ষকের পদ সামলেছিলেন কিশোরী লাল ভাদুড়ী- তাঁর সুযোগ্য নাতি সমরেশ গোস্বামী, শিপ্রা গোস্বামী, সুরপ্রিয়া ব্যানার্জি ছিলেন –এ দিনের বিশেষ অতিথি। পৌরোহিত্য করেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি তথা রাজপুর সোনারপুর মিউনিসিপালিটির চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক ডাঃ পল্লব কুমার দাস।

Advertisement

তাঁরা প্রত্যেকেই ছিলেন এই বিদ্যালয়ের প্রাক্তনী। তাঁদের সেই সমস্ত সুখ ও স্মৃতি কথা প্রত্যেকেই কিছু কিছু রোমন্থন করেন। পন্ডিত শিবনাথ শাস্ত্রী, উমেশচন্দ্র দত্ত, প্রকাশচন্দ্র রায় তাঁরা এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকল্পে যে ত্যাগ তিতিক্ষা করেছেন তা সত্যিই বিস্ময়কর, সেই ইতিহাস আমাদের সকলের জানা উচিত। তাঁরা যে অফুরন্ত প্রাণশক্তি জ্বালিয়ে দিয়ে গিয়েছিলেন তা আজও প্রবলভাবে বিস্তীর্ণ অঞ্চলের ছাত্র-ছাত্রীদের শিক্ষালাভের চাহিদাকে পূরণ করে আসছে। এই প্রতিষ্ঠান আমাদের সকলের, সোনার টুকরো ছেলেমেয়েরা রোদ্দুরের মত উদ্ভাসিত করবে গোটা দেশকে, সমাজকে। এটাই আমাদের পরমপ্রাপ্তি। এদিন পার্শ্ববর্তী স্কুল প্রসাদপুর ভাগ্যধর বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দেবাশিস মন্ডল ছিলেন বিশিষ্ট অতিথি হিসেবে। ছাত্র-ছাত্রীরা তাঁর হাত থেকেও পুরস্কার গ্রহণ করে।

বিভিন্ন ঘরানার নাচ, গান, আবৃত্তির মাঝে ‘শিক্ষা, সংস্কৃতি ও সমাজ উন্নয়নে হরিনাভি স্কুল’ এই শিরোনামে আশপাশের কয়েকটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয় এদিন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিক্রমজিৎ মন্ডল ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যাঁরা যেভাবে সহযোগিতা প্রদান করেছেন, অংশগ্রহণ করেছেন তাঁদের প্রত্যেককে অভিবাদন জানান। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকেরা শিক্ষিকা সর্বাণী দাসের পরিচালনায় নৃত্যানুষ্ঠানকে খুব উপভোগ্য হয়েছে বলে জানান। এদিনের অনুষ্ঠান সার্বিকভাবে সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের বরিষ্ঠ শিক্ষক জহরলাল নাইয়া।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ