ফের রেল দুর্ঘটনা উত্তরপ্রদেশে ধানবাদগামী ট্রেনের দশটি বগি আচমকা দু টুকরো হয়ে যায়!
বিশেষ প্রতিনিধি : আজ রবিবার ভোরে উত্তরপ্রদেশের চক্রজ মাল এলাকায় আবার দুর্ঘটনার মুখে পড়ল যাত্রীবাহী দূরপাল্লার ট্রেন।
জানা গেছে,রবিবার ভোরে উত্তরপ্রদেশের চক্রজ মাল এলাকার কাছে এসে আচমকা খুলে যায় ফিরোজপুর থেকে ধানবাদগামী গঙ্গা-শতদ্রু এক্সপ্রেসের ১০টি বগি। দাঁড়িয়ে যায় ট্রেন। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে অল্পের জন্য এ যাত্রায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচেছেন যাত্রীরা। বেশ কিছুক্ষণ পরে অবশিষ্ট বগিগুলি নিয়ে ট্রেনের ইঞ্জিন ধানবাদের উদ্দেশে রওনা দিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ধরম সিং মার্চাল রবিবার সকালে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আজ ভোর ৪টা নাগাদ ধানবাদগামী একটি ট্রেনের কিছু বগি ইঞ্জিন-সহ বাকি বগিগুলি থেকে আলাদা হয়ে যায়। কিছু প্রযুক্তিগত কারণেই ওই বিভ্রাট দেখা দিয়েছে। তবে নিরাপদে রয়েছেন যাত্রীরা।’’ রেলের আধিকারিকরা জানাচ্ছেন, দু’টি স্লিপার কোচের মধ্যে ‘কাপলিং’ আলাদা হয়ে গেলে এমন ঘটনা ঘটে। এ থেকে বড় দুর্ঘটনাও ঘটতে পারে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে আগামী ৩১ অগস্ট পর্যন্ত চলছে পুলিশে নিয়োগের পরীক্ষা। সূত্রের খবর, ওই ট্রেনে ২০০রও বেশি চাকরিপ্রার্থী ছিলেন। এ ছাড়াও ছিলেন আরও বহু যাত্রী। দুর্ভোগের মুখে পড়তে হয়েছে সকলকেই। পরীক্ষার্থীদের স্থানীয় পুলিশ ও রেলের সহায়তায় তিনটি বাস ভাড়া করে পরীক্ষাকেন্দ্রগুলিতে পৌঁছে দেওয়া হচ্ছে।
সাম্প্রতিককালে একের পর এক ট্রেন দুর্ঘটনায় প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা ব্যবস্থা।