কলকাতা 

রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ করতে মুকুল রায়ের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাচ্ছে রাজ্য বিজেপি

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে দিল্লি যাচ্ছেন বিজেপি-র কার্যনির্বাহী কমিটির সদস্য মুকুল রায়। শুক্রবার বিজেপি-র রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান ।

বিজেপি নেতা মুকুল রায় সংবাদ মাধ্যমকে এ বিষয়ে বলেন , “পশ্চিমবঙ্গে কোনও বিরোধী রাজনৈতিক দলকে সভা সমিতি করতে দেওয়া হচ্ছে না। রাজ্যে প্রতিদিন খুনের রাজত্ব চলছে। প্রতিদিন এখানে তৃণমূলে তৃণমূলে লড়াইয়ে খুন হচ্ছে। আমাদের সমর্থকদের বাড়িও ছাড়া হতে  হচ্ছে। কারণ তৃণমূল তাদের খুন করেছে।”

Advertisement

তিনি আরও বলেন, “বাংলায় এমন কোনও জায়গা নেই যেখানে আমাদের সভা ও সমিতি করতে দেওয়া হচ্ছে। কোথাও কোনও সভা করার অনুমতি দিচ্ছে না পুলিশ। বাংলায় পুলিশি রাজ চলছে। এই কারণে মানুষের দৈনন্দিন কাজকর্ম বন্ধ হয়ে গেছে। এই পুলিশি রাজ্যের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাব। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও নির্বাচন কমিশনের আওতায় আসেনি। তা হলেও আমরা মনে করি সাংবিধানিক ভাবে নির্বাচন কমিশন সব থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি। নির্বাচন কমিশনই রাজনৈতিক দলকে নথিভুক্ত করে। যে রাজনৈতিক দলকে স্বীকৃতি দেওয়া হচ্ছে সেই রাজনৈতিক দল রাজনীতি করার অধিকার পাবে না কেন ? এই কথাগুলোই আমরা নির্বাচন কমিশনের কাছে জানাব। আমার সঙ্গে আরও একজন সাধারণ সম্পাদক যাবেন।”

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

9 + 9 =