সন্দীপ ঘোষের বাড়িতে সাত সকালে সিবিআই হানা
বিশেষ প্রতিনিধি : সকাল ছটা বেজে ৪৫ মিনিট হঠাৎ কলিং বেজে উঠল সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে। কিন্তু সাড়াশব্দ নেই বাড়িতে কেউ আছেন বলেও মনে হচ্ছিল না প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর সিবিআই আধিকারিকরা ছুটে গেলেন বেলেঘাটার থানায় শেষ পর্যন্ত সন্দীপ ঘোষ বেরোলেন ৭৫ মিনিট পরে। সন্দীপ ঘোষ দরজা খুলে দেয়ার পরেই জানা গেছে সিবিআই আধিকারিকরা বাড়িতে ঢুকেছেন। আসলে গতকাল গভীর রাতে সন্দীপ ঘোষ সিবিআই দপ্তর থেকে বাড়িতে ফিরে এসেছিলেন কারণ আরজিকর মেডিকেল কলেজের ভেতরে এক ছাত্রীকে ধর্ষণ করে খুন করার ঘটনায় যে তদন্ত সিবিআই করছে তারই পরিপ্রেক্ষিতে ন বার ডেকে পাঠালো সন্দীপ ঘোষকে।
তাই শনিবার দিনগত রাতে অর্থাৎ রবিবার গভীর রাতে বাড়ি ফেরার পর সন্দীপ ঘোষ ভাবতেই পারেননি ভোরবেলাতেই। চলে আসবেন আধিকারিকরা। জানা গেছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি নিয়ে যে তদন্ত সিবিআই করছে সেই বিষয়েই তথ্য তালাশ করতে সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষের বাড়িতে গেছেন। এদিকে জানা গেছে শুধু সন্দীপ ঘোষ নয় আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন সুপার থেকে শুরু করে একাধিক চিকিৎসক এর বাড়িতে সিবিআই তল্লাশি চালাতে শুরু করেছে। ইতিমধ্যেই লেকটাউন হাওড়া এন্টালিতেও তল্লাশি চলছে বলে জানা গেছে