নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ৪১, অধিকাংশই মহারাষ্ট্রের
বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্র থেকে ভ্রমণের উদ্দেশ্যে নেপাল যাওয়া বাসটি কাঠমান্ডু যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এর ফলে মৃত্যু হয়েছে ৪১ জন যাত্রীর। এদের অধিকাংশই মহারাষ্ট্রের বাসিন্দা। তাদের সকলকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন। মৃতদেহ গুলোকে হেলিকপ্টারে করে উড়িয়ে না হবে বলে জানা গেছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নেপালে দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল। অধিকাংশই ছিলেন ভারতীয়। শুক্রবার বেলায় পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি। তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে আচমকা বাস উল্টে যায়। খরস্রোতা নদীতে বাসটিকে পড়ে থাকতে দেখা গিয়েছে। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু যাত্রীদের অনেককেই বাঁচানো যায়নি।
মহারাষ্ট্রের মন্ত্রী শুক্রবার রাতে জানিয়েছেন, নেপালের বাসটিতে ঠিক কত জন মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন, কত জনের মৃত্যু হয়েছে, তার সঠিক পরিসংখ্যান তাঁদের হাতে আসেনি। তবে দিল্লির সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। নেপালের প্রশাসন এবং ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ রেখেছে মহারাষ্ট্র সরকার। এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও জানান, তিনি নেপালের বাস দুর্ঘটনার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন। দেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কেন্দ্র মহারাষ্ট্র সরকারকে সবরকম সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি।
ভারতীয় বায়ুসেনা ২৪টি দেহ শনিবারই দেশে ফিরিয়ে আনবে। প্রথমে মহারাষ্ট্রের নাসিকে নিয়ে আসা হবে দেহগুলি। সেখান থেকে পরিবারের সদস্যদের হাতে তা তুলে দেওয়া হবে।