আন্তর্জাতিক 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন কমলা হ্যারিস

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেট পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই বুধবার শিকাগো শহরের দলের চার দিনের জাতীয় কনভেনশন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার মনোনয়ন পান তিনি।দলীয় মনোনয়ন গ্রহণ করে তিনি বললেন, ‘‘আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’’

আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট তথা ভারতীয় বংশোদ্ভূত নেত্রী কমলার এই ঘোষণার সঙ্গে এক দশক আগে লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর ‘সব কা সাথ, সব কা বিকাশ’ স্লোগানের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন অনেকেই। আমেরিকার নাগরিকদের অতীতের তিক্ততা, সমালোচনা ও বিভাজনমূলক লড়াইকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান কমলা। শিকাগোর সভায় তিনি বলেন, ‘‘আমাদের কাজ করতে হবে। চলো আমরা কাজ করি।’’

Advertisement

ডেমোক্র্যাটিক পার্টির কনভেনশনের সমাপ্তি বক্তৃতায় কমলা জানান, তাঁর এই মনোনয়ন একটি নতুন পথ তৈরি করার সুযোগ। তিনি বলেন, ‘‘দেশকে এগিয়ে নিতে হবে। তবে কোনও একটি দল বা উপদলের সদস্য হিসেবে নয়, আমেরিকার নাগরিক হিসেবে কাজ করতে হবে।’’ প্রসঙ্গত, শিকাগোয় মঙ্গলবার থেকে শুরু হয়েছিল ডেমোক্র্যাটদের জাতীয় কনভেনশন। বৃহস্পতিবারই ছিল শেষ দিন। সেখানে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, প্রাক্তন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি-সহ প্রবীণ ডেমোক্র্যাট নেতারা কমলার প্রতি সমর্থন জানিয়েছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ