চন্দ্রযান-৩ সাফল্যে জাতীয় মহাকাশ দিবস পালন
বিশেষ প্রতিনিধি : ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চাঁদে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার এবং রোভার সফলভাবে অবতরণ করে একটি উল্লেখযোগ্য মাইলফলকে পৌঁছায় ।
এর সাথে, ভারত চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ এবং চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের কাছে প্রথম অবতরণ করে। সফট-ল্যান্ডিং এর পর প্রজ্ঞান রোভার সফলভাবে মোতায়েন করা হয়। এই কৃতিত্বের স্বীকৃতি দিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৩ আগস্টকে ভারতে “জাতীয় মহাকাশ দিবস” হিসাবে ঘোষণা করেন।
২৩ আগস্ট প্রথম জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে মহাকাশ ও ইসরোর কর্মকান্ড তুলে ধরতে একটি কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠীত হল কলকাতার অভিনব ভারতী হাই স্কুলে।
আই আই টি খড়গপুরের প্রাক্তনীদের নিয়ে গঠিত শিক্ষা প্রতিষ্ঠান এডুডাইম উদ্যোগে এই প্রতিযোগীতায় পুর্ব ভারতের ৯০ টি স্কুলের ৩০০ ছাত্রছাত্রী ও ১০০ শিক্ষক শিক্ষিকা অংশ নেন।
মহাকাশ এবং ইশরোর চাঁদে অবতরন নিয়ে কুইজ প্রতিযোগীতা পরিচালনা করেন এবং মহাকাশ গবেশনায় ভারতের সাফল্য তুলে ধরেন আই আই টি খড়গপুরের মেটালার্জিক্যাল ও মেটিরিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শিদ্ধার্থ দাস,আই আই টি খড়গপুরের দুই প্রাক্তনী রাজীব আগরওয়াল ও শুভময় বক্সি। তারা জানান,এদিনের আলোচনা ও কুইজের পর ছাত্রছাত্রীরা নিজেদের স্কুলে ফিরে গিয়ে আবার এ বিষয়ে আলোচনা করবেন এবং আরো মানুষকে এ সম্পর্কে অবগত করবেন।