কাঁকুড়গাছির লোহাপট্টিতে বিধ্বংসী আগুন!
বিশেষ প্রতিনিধি : কাঁকুড়গাছির লোহাপট্টিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বুধবার দিবাগত রাত রাত অর্থাৎ বৃহস্পতিবার ডেটটা নাগাদ সেখানকার পাঁচটি কারখানায় একসঙ্গে আগুন লাগে ঘটনার স্থলে কুড়িটা দমকলের ইঞ্জিন গিয়েছে। বেলা নটা পর্যন্ত খবর এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।কারখানাগুলিতে প্লাস্টিক এবং অন্য দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে দমকল সূত্রে খবর।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ, লোহাপট্টির একটি প্লাস্টিকের কারখানায় আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলকে। কারখানার ভিতরে থাকা কর্মীদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাই। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে দু’দফায় আরও ১৫টি ইঞ্জিন যায়। তবে তার মধ্যেই আগুন পাশের চারটি কারখানায় ছড়িয়ে পড়ে। আতঙ্কে স্থানীয়দের একাংশ বাড়ির বাইরে বেরিয়ে আসেন।
দমকল সূত্রে খবর, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এবং জায়গাটি ঘিঞ্জি হওয়ায় তাদের বেগ পেতে হচ্ছে। এখনও কিছু জায়গায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। মনে করা হচ্ছে, ঘিঞ্জি ওই এলাকায় যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।