কলকাতা 

চলন্ত মেট্রোয় আগুন ধরে যাওয়ার ঘটনায় মোট্রোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে দমকল

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গত কাল সন্ধ্যায় চলন্ত মেট্রোর কামরায় আগুন ধরে যাওয়ার ঘটনায়  আইনি পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের দমকল দপ্তর। জানা গেছে , শুক্রবার  লালবাজারের কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকের সঙ্গে দমকলের ডিজি (ফায়ার)-এর বৈঠকে নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মেট্রোর রবীন্দ্র সদন ও ময়দান স্টেশনের মাঝে চলন্ত ট্রেনে আগুন লাগে। প্রথমত ধোঁয়ার বিভীষিকা যাত্রীরা বিভ্রান্তের মতো নিজেদের আত্মরক্ষার পথ খুঁজতে থাকেন। সে সময় মেট্রোর তরফে কোনো রকমের সহযোগিতা করা হয়নি বলেও যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে  মেট্রো কর্তৃপক্ষ দাবি করেছেন, ২০ মিনিটেরও কম পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।

Advertisement

এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত-সহ মেট্রোর বিরুদ্ধে আপদকালীন ব্যবস্থা গ্রহণের গাফিলতিকে সামনে রেখে আইনি পদক্ষেপ নিতে চলেছে দমকল বিভাগ। এ দিন লালবাজারে কলকাতার আগুন নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি বৈঠকে বসেন দমকলের ডিজি ‌(ফায়ার), কলকাতা পুলিশ কমিশনার এবং ট্রাফিক পুলিশের শীর্ষ আধিকারিক। সেই বৈঠকে স্থির হয়ে কলকাতার কোথাও আগুন লাগলে কত কম সময়ের মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছানো যায়, তার একটি অত্যাধুনিক পরিকল্পনা রূপায়ণ। ওই বৈঠকেই এ ব্যাপারে গ্রিন চ্যানেল প্রস্তুতে প্রস্তাব পেশ হয়।দমকল সূত্রে খবর, মেট্রোর বিরুদ্ধে যে আইনি পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে নিশ্চিত।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three + sixteen =