বুধবার সকালে কলকাতার আনন্দপুর থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ!
বিশেষ প্রতিনিধি : বুধবার সকালে কলকাতার আনন্দপুর এলাকা থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বুধবার সকাল ৬টা নাগাদ আনন্দপুরের নোনাডাঙা এলাকায় প্রাতর্ভ্রমনকারীরাই দেখতে পান দেহটি। ঝোপের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মহিলার দেহ। ওই মহিলার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। প্রাতর্ভ্রমণকারীরাই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার পুলিশ। তারা দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। মৃতার পরিচয় জানা চেষ্টা করছে পুলিশ।
এলাকাবাসীদের দাবি, ওই মহিলা স্থানীয় নন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মহিলাকে খুন করে ভোরের দিকে কেউ বা কারা ঝোপের ধারে ফেলে রেখে গিয়েছেন। পুলিশ সূত্রে খবর, কী ভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই পরিষ্কার হবে। আশপাশের এলাকায় যত সিসি ক্যামেরা রয়েছে, তার ফুটেজেও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।
আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনার পরিপ্রেক্ষিতে সমগ্র দেশ জুড়ে যে আন্দোলন চলছে তারপর আনন্দপুর থেকে অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। গত ২৬ শে জুলাই এই আনন্দপুর এলাকা থেকে আরিফ খান নামে এক প্রমোটারের রক্তাক্ত দেহ উদ্ধার হয়।