আন্তর্জাতিক 

রাহুলের তীব্র প্রতিবাদের পরেই সরাসরি আমলা নিয়োগ বাতিল করলো মোদি সরকার

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধীর প্রতিক্রিয়ার পরেই কেন্দ্রীয় সরকারের যুগ্ম সচিব উপসচিব এবং কচি কর্তা পদে ৪৫ জনের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিল নরেন্দ্র মোদি সরকার। এই নিয়োগ প্রক্রিয়া বিষয়ে গত শনিবারই সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। মঙ্গলবার এ বিষয়ে কেন্দ্রীয় কর্মী বর্গ জন অভিযোগ এবং পেনশন মন্ত্রী জিতেন্দ্র সিং স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আমলা নিয়োগের ক্ষেত্রে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।মঙ্গলবার কেন্দ্রীয় কর্মিবর্গ, জন অভিযোগ এবং পেনশন মন্ত্রী জিতেন্দ্র সিংহ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-কে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা জানিয়ে বিজ্ঞাপন প্রকাশ করতে চিঠি পাঠিয়েছেন।

গত শনিবার কেন্দ্রীয় সরকারের ১০ জন যুগ্মসচিব এবং ৩৫ জন উপসচিব ও অধিকর্তা সরাসরি নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল। সেই বিজ্ঞাপন বাতিল করার নির্দেশ দিয়েছেন জিতেন্দ্র। চিঠিতে তিনি লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী দৃঢ় ভাবে বিশ্বাস করেন যে সরাসরি নিয়োগের প্রক্রিয়া অবশ্যই আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত ন্যায় এবং সামাজিক ন্যায়বিচারের নীতিগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। বিশেষত, সংরক্ষণ সংক্রান্ত বিধিগুলির বিষয়ে।’’ সেই সঙ্গে নিয়োগ প্রক্রিয়াকে ‘স্বচ্ছ’ এবং ‘উন্মুক্ত’ করার কথাও বলেছেন তিনি।

Advertisement

ওই বিজ্ঞাপন প্রকাশের পরেই কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রতিবাদে সরব হয়েছিলেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের গুরুত্বপূর্ণ পদে সরাসরি নিয়োগ করে খোলাখুলি তফসিলি জাতি, জনজাতি, ওবিসিদের সংরক্ষণের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। সেই সঙ্গে তিনি বলেন, ‘‘সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ পদে আরএসএসের মতাদর্শের অনুগামীদের নিয়োগ করতেই এই সিদ্ধান্ত।’’

তাৎপর্যপূর্ণ ভাবে সোমবার আমলাদের সরাসরি নিয়োগ নিয়ে আপত্তি তোলেন নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী তথা এলজেপি (আর) নেতা চিরাগ পাসোয়ানও! তিনি বলেন, ‘‘সরকারি আধিকারিক পদে কোনও রকম সমান্তরাল নিয়োগ প্রক্রিয়ায় আমরা বিরোধী।’’ সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘সরকারি চাকরিতে যেখানেই যা নিয়োগ হবে, সেখানে সংরক্ষণের বিধি (তফসিলি জাতি-জনজাতি এবং ওবিসি কোটা) মেনে চলতে হবে। এই প্রক্রিয়ায় কোনও অন্যথা আমরা মানব না।’’

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ