জেলা 

মেধার বিকাশ ও সুস্থ প্রতিযোগিতা গড়ে তোলাই এই ট্যালেন্ট সার্চ পরীক্ষার মূল উদ্দেশ্য : খাদেমুল ইসলাম

শেয়ার করুন

উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলে আজ রবিবার শিশু-কিশোরদের মধ্যে ট্যালেন্ট সার্চ পরীক্ষা নিয়ে তৈরি হয়েছিল দারুন এক উৎসাহ উদ্দীপনা। ক্লাস ফোর থেকে টেন পর্যন্ত সরকারি-বেসরকারি বাংলা মাধ্যম ছাত্র-ছাত্রীদের জন্য এই পরীক্ষার আয়োজন করেছিল বেশ এডুকেশনাল হাব।

বঙ্গ এডুকেশন সোসাইটির পক্ষে সম্পাদক খাদিমুল ইসলাম বলেন এই পরীক্ষা মূলত ছোট ছোট কিশোরমতি ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ এবং পড়াশোনার বাইরে বৃহত্তর এক জগতের পরিচিতি দেওয়ার জন্য হাতে নেওয়া হয়েছিল। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উৎসাহ-উদ্দীপনা ছিল খুবই আশাব্যঞ্জক, যেটা আমাদের ধারণার বাইরে ছিল। বাংলা মাধ্যমের স্কুলগুলোয় পড়াশোনার বিষয়ে বর্তমানে নানারকম প্রচারণা শোনা যায়, তা যে অনেকাংশেই ভুল, তা প্রমাণ করে দেয় আজকের এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা। শুধু ছাত্র-ছাত্রীদের মধ্যেই নয়, অভিভাবকদের মধ্যেও ছিল এক আলাদা উদ্দীপনা। শিক্ষক-শিক্ষিকারাও বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অত্যন্ত দায়িত্ব নিয়ে এই পরীক্ষা ব্যবস্থাপনা পরিচালনা করেছেন বলে তিনি জানান। অনুসন্ধান কলকাতা, চেক মেট কেরিয়ার, এবং সর্বোপরি জিডি স্টাডি সার্কেল এই পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুতি এবং নানাবিধ বিষয়ে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

Advertisement

এই ট্যালেন্ট সার্চ পরীক্ষার নিয়ামক বিশিষ্ট গণিতের শিক্ষক ও অনুসন্ধান কলকাতার সম্পাদক গৌরাঙ্গ সরখেল বলেন, উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে আমরা একই ভাবে এগোনোর প্রস্তুতি নিচ্ছি দক্ষিণবঙ্গেও। দুই পর্বে হয় এই পরীক্ষা। উত্তরবঙ্গের জন্য আজ ছিল প্রথম পর্ব, চূড়ান্ত পর্বের পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর। প্রতি কেন্দ্র থেকে আজকের পরীক্ষার ভিত্তিতে প্রত্যেক ক্লাসের প্রথম তিনজন দ্বিতীয় পর্বের ওই পরীক্ষায় বসার সুযোগ পাবে। তারপর তাদের জন্য বেস এডুকেশনাল হাব-এর পক্ষ থেকে এককালীন স্কলারশিপ-এর ব্যবস্থা করা হয়েছে।

এ সমস্ত বিষয়ে মনিটরিং কমিটি গড়ে খাদেমুল সাহেব সর্বক্ষণ যোগাযোগ রেখে চলেছেন। আমরা বিশেষভাবে লক্ষ্য রেখেছি, ছেলেমেয়েদের মধ্যে যাতে সুস্থ প্রতিযোগিতার বাতাবরণ তৈরি হয় এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন পরীক্ষার স্বাদ তারা এই পরীক্ষার মাধ্যমে যেন পায়। এ বিষয়ে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা প্রশ্নপত্র প্রস্তুত করার ব্যাপারে অত্যন্ত দায়িত্ব সহকারে এগিয়ে এসেছেন। আগামী দিনে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের জন্য তাদের দক্ষতা কোন দিকে এবং তার উন্নয়নের ব্যাপারেও দিকনির্দেশিকা দেওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানান শিক্ষক গৌরাঙ্গ সরখেল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ