কলকাতা 

আর জি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে স্থগিত হয়ে গেল সিপিএমের বর্ধিত অধিবেশন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আর জি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে এবং রাজ্য তথা দেশ জুড়ে চলা আন্দোলনের কারণে লোকসভা নির্বাচনে খারাপ ফলের বিষয় নিয়ে যে বর্ধিত অধিবেশন ডাকা হয়েছিল নদীয়ার কল্যাণীতে তা স্থগিত করে দিল সিপিএম। আগামী ২৩ আগস্ট থেকে ২৫ শে আগস্ট পর্যন্ত নদীয়ার কল্যাণীতে বর্ধিত অধিবেশন হওয়ার কথা ছিল। লোকসভা ভোটের ফলাফল পর্যালোচনা এবং আগামী দলের সম্মেলন সংক্রান্ত নির্দেশিকা স্থির করতেই এই সভার আহবান করা হয়েছিল।

এ বিষয়ে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘মানুষ আন্দোলনে রাস্তায়। এই সময়ে আমরা কখনওই ঘরে ঢুকে থাকতে পারি না। যে মানুষ আক্রান্ত হচ্ছেন, মামলায় জর্জরিত হচ্ছেন, তাঁদের সহায়তার পাশাপাশি আন্দোলনের রাস্তাতেও ছাত্র-যুব-মহিলারা রয়েছেন। পরিস্থিতির কথা বিবেচনা করেই কল্যাণীর কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’’

Advertisement

গত দু’দিন ধরেই সিপিএমে জল্পনা ছিল, বর্ধিত অধিবেশন হবে কি না তা নিয়ে। সোমবার সেলিম এ ব্যাপারে সম্পাদকমণ্ডলীর সদস্যদের মতামত নেন বলে খবর। তার পরেই তা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২২ অগস্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠিত হবে। কিন্তু তার পরের তিন দিন বর্ধিত অধিবেশন স্থগিত করে দিল আলিমুদ্দিন। সিপিএম সূত্রে খবর, নদিয়ায় বর্ধিত অধিবেশন না হলেও এক দিন অল্প সময়ের জন্য রাজ্য কমিটির বৈঠক হতে পারে। সেখানে সম্মেলন সংক্রান্ত নির্ঘণ্ট এবং আরও অন্যান্য বিষয় স্থির করবে আলিমুদ্দিন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ