কলকাতা 

নির্যাতিতার বাবাকে নবান্ন অভিযানের ডাক দেওয়ার অনুরোধ জানালেন শুভেন্দু অধিকারী

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আর জি কর কাণ্ডের প্রতিবাদের নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তিনি হয়তো বুঝতে পেরেছেন বিজেপি এককভাবে এই ডাক দিলে তা সফল হওয়ার সম্ভাবনা খুব কম। তাই এবার শুভেন্দু অধিকারী, নির্যাতিতার বাবাকে অনুরোধ করলেন তিনি তার মেয়ের হত্যাকারীদের সুবিচার চেয়ে নবান্ন অভিযানের ডাক দিন। আর এই অভিযানে নির্যাতিতার বাবাকে যোগ দিতে হবে না পতাকা ছাড়া এই অভিযান হবে।

জাতীয় পতাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে চারদিক থেকে নবান্ন কে ঘিরে অনুরোধ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।আরজি করের ঘটনায় শাসকদলের ভূমিকার সমালোচনা করে সোমবার শুভেন্দু বলেন, ‘‘রাজ্য সরকার বলছে, রাত মহিলাদের জন্য নিরাপদ নয়। এই লজ্জা রাখার কোনও জায়গা আছে? যেখানে সংসদে, বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাশ হচ্ছে, নারী সশক্তিকরণের কথা বলা হচ্ছে, রাজ্যগুলিতে নারীকেন্দ্রিক জনকল্যাণমূলক নানা কর্মসূচি নিচ্ছে কেন্দ্র, প্রধানমন্ত্রী আবাস যোজনায় মহিলাদের বাড়ির মালিকানা দেওয়া হচ্ছে, সেখানে এই রাজ্য সরকার বলছে মহিলাদের রাতে ডিউটি করার প্রয়োজন নেই? মহিলাদের যে রাতে নিরাপত্তা নেই, সেটা সরকার নিজেই বলছে নবান্ন থেকে? এর পরে হয়তো বলবে দিনের বেলাতেও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না!’’ মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি আক্রমণ করেন শুভেন্দু। বিরোধী দলনেতার মতে, পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা, নারী সুরক্ষা, নারীর অধিকার, নারীর নিরাপত্তা— সবই বিপন্ন। এই পরিস্থিতির জন্য বারবার মুখ্যমন্ত্রীকেই দুষছেন তিনি।

Advertisement

সোমবার শুভেন্দু আরও বলেছেন, ‘‘বিজেপি, সিপিএম ইত্যাদি প্রতিটি রাজনৈতিক দলেরই কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। তাই আমরা এই পদক্ষেপ করতে পারছি না। নির্যাতিতার বাবা এক বার নবান্ন অভিযানের ডাক দিন, সবাই বেরোবে। তাঁকে আসতে হবে না, তিনি বয়স্ক মানুষ, শোকাতুর অবস্থায় রয়েছেন। জাতীয় পতাকা নিয়ে এক বার শুধু ডাকটা দিন তিনি। বাকিটা আমরা করে দেব জাতীয় পতাকা নিয়ে।’’

দলীয় পতাকা ছাড়া এই নবান্ন অভিযানের ডাক কতটা সাড়া ফেলবে তা এখনই বলা না গেলেও তবে শুভেন্দু অধিকারী এই ধরনের ডাক দিয়ে কি বলতে চাইছেন তা বোঝা গেল ন?


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ