দেশ 

আর জি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের মঙ্গলে হবে শুনানি প্রধান বিচারপতির এজলাসে

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চার তলায় এক ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের পর খুন করার ঘটনায় এবার মামলা করালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। যদিও কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়নি কেউ সুপ্রিম কোর্ট সরাসরি এই মামলা গ্রহণ করেছেন। স্বতঃপ্রণোদিত ভাবে মামলা হাতে নিল শীর্ষ আদালত।

মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের তিন বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি ছাড়া বেঞ্চে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। চলতি সপ্তাহেই ওই মামলা শুনবে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সূত্রে খবর, সোমবার আদালত বন্ধ থাকছে। পরের দিন মঙ্গলবার কোর্ট খুললে প্রথমেই এই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ।

Advertisement

সূত্রের খবর, আরজি করের পুরো বিষয়টির উপর নজর রাখতেই সরাসরি মামলা হাতে নিয়েছে দেশের প্রধান বিচারপতির বেঞ্চ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ