কলকাতা 

অর্থোপেডিক অ্যাসোসিয়েশন থেকে সন্দীপ ঘোষকে বের করে দিল সংগঠন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : সন্দীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ চিকিৎসক বলে পরিচিত।। এই সুবাদে সন্দীপ ঘোষ নিজেকে জাহির করতে শুরু করেছিলেন। আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে তার কাজকর্ম বিতর্কের উর্ধ্বে নয়। তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন এমন কিছু কাজ কর্ম করেছিলেন যাতে ওই কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অধ্যাপকদের মধ্যে তীব্র অসন্তোষ বিদ্যমান। কিন্তু মুখ্যমন্ত্রীর ক্ষমতা কে কাজে লাগিয়ে দিব্যি বহাল তবিয়তে এই সন্দীপ ঘোষ রাজ করে গেছেন আর জি করে। শুধু তাই নয় রাজ্য মানবাধিকার কমিশনও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছিল তা সত্ত্বেও তাকে বদলি করা হয়নি যদিও গত বছর সেপ্টেম্বর মাসে বদলি করার নির্দেশ দেয়া হলেও মাত্র ২৪ ঘন্টার নোটিশে তিনি ফিরে এসেছিলেন।

এ হেন ক্ষমতাধর প্রভাবশালী সন্দীপ ঘোষ কে এবার সিবিআই এর জেরার মুখে পড়তে হয়েছে। দুদিন ধরে ২৩ ঘণ্টা জেরা করার পর এবার তাকে আবারো তলব করেছে সিবিআই। এরপরই সন্দীপ ঘোষ কে অর্থোপেডিক অ্যাসোসিয়েশন থেকে বের করে দেওয়া হলো। মনে করা হচ্ছে, সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করতে পারে এই আভাস পাওয়ার পরেই হয়তো অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

চিকিৎসক সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর জি কর কাণ্ডে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সন্দীপের সঙ্গে কোনও সম্পর্ক রাখা হবে না। সংগঠনের কোনও কনভেনশনে যোগ দিতে পারবেন না। সংগঠন সম্পর্কে মন্তব্য করতে বা পরামর্শও দিতে পারবেন না ডা. সন্দীপ ঘোষ। হাসপাতালের নৃশংসতা নিয়ে তাঁর অবস্থান ও ব্যাখ্যা জানতে চেয়েছে সংগঠন। গতকাল কেপিসি মেডিক্যাল কলেজে বৈঠকে বসেছিলেন সংগঠনের নেতৃত্ব। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরজি করে মহিলা চিকিৎসককে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় শুরু থেকেই সিবিআইয়ের নজরে সন্দীপ। তদন্তভার হাতে নেওয়ার পর মাঝ রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে গিয়েছিলেন সিবিআইয়ের আধিকারিকরা। আপাতত পর পর দুদিন সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন সন্দীপ। রবিবার ফের তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ