সংরক্ষণ বিধি না মানায় ৬৯ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিল এলাহাবাদ হাইকোর্ট
বাংলার জনরব ডেস্ক : সংরক্ষণ না মানার কারণে ৬৯ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল যোগীর রাজ্যে। এলাহাবাদ হাইকোর্ট এক নির্দেশে এই চাকরি বাতিল করে দিয়েছে। রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে ৬৯ হাজার জনের যে মেধাতালিকা তৈরি হয়েছিল, শুক্রবার তা খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাই কোর্ট। মৌলিক শিক্ষা বিধি এবং সংরক্ষণ নির্দেশিকা মেনে তিন মাসের মধ্যে নতুন মেধা তালিকা তৈরির জন্যও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।
মেধাতালিকা তৈরিতে সংরক্ষণের নিয়ম না মেনে কারচুপির অভিযোগ উঠেছিল। বহুদিন ধরেই তা নিয়ে মামলা বকেয়া ছিল হাই কোর্টে। আর্থিকভাবে অনগ্রসরদের জন্য সংরক্ষণ এই নিয়োগে প্রযোজ্য হবে না বলেই মেনে নিয়েছে আদালত। কারণ যে সময় এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল সেসময় ওই সংরক্ষণ চালুই হয়নি।
উল্লেখ্য, ২০১৮-র ডিসেম্বরে ৬৯,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি হয়। পরের বছর পরীক্ষায় বসেন চার লক্ষাধিক পরীক্ষার্থী। পরের বছর ফল প্রকাশ হলে দেখা যায়, ১ লক্ষ ৪৭ হাজার পাশ করেছেন। তার মধ্যে ১ লক্ষ ১০ হাজার সংরক্ষিত শ্রেণির। নিয়োগ শুরু হলে অভিযোগ ওঠে, ১৯ হাজার প্রার্থী সংরক্ষণের সুবিধা পাননি। স্বাভাবিক ভাবেই নিয়োগ প্রক্রিয়ায় কেলেঙ্কারির অভিযোগে কয়েকজন প্রার্থী আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ শুনানির পর পুরো মেধা তালিকাই বাতিল করে দিল হাই কোর্টের দুই বিচারপতির বেঞ্চ।
রাজ্য সরকার দাবি করেছিল, আইন মেনেই সবকিছু হয়েছে। সংরক্ষণ নির্দেশিকা ও মৌলিক শিক্ষা বিধি মেনে তিন মাসের মধ্যে সম্পূর্ণ নতুন তালিকা প্রকাশ করতে হবে। তবে হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে যোগী আদিত্যনাথের সরকার।