দেশ 

জম্মু কাশ্মীরে তিন দফায় হরিয়ানায় এক দফায় ভোট ঘোষণা নির্বাচন কমিশনের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : দশ বছরের বেশি সময়ের পর জম্মু-কাশ্মীরের নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ১৮ই সেপ্টেম্বর থেকে কাশ্মীরে তিন দফায় ভোট গ্রহণ করা হবে। আর হরিয়ানায় এক দফায় ভোট হবে।

১ অক্টোবর। হরিয়ানার ৯০টি আসনে বিধানসভা নির্বাচন হবে। যার মধ্যে ৭৩টি সাধারণ এবং ১৭টি তফসিলি জাতি সংরক্ষিত। অন্যদিকে, কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরেও ৯০টি আসনে ভোট হতে চলেছে। যার মধ্যে ৭৩টি সাধারণ এবং ১৬টি সংরক্ষিত।

Advertisement

কাশ্মীর প্রসঙ্গে এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, লোকসভা ভোটে আমরা দেখতে পেয়েছি বয়কট ও বুলেটকে হারিয়ে ব্যালটের জয় হয়েছে। ভোটে অংশগ্রহণের পরিমাণ ৩০ পয়েন্ট বেড়েছে। এদিন সাংবাদিক সম্মেলন করে রাজীব কুমার জানান, জম্মু-কাশ্মীরে ১৮ এবং ২৫ সেপ্টেম্বর ভোট হবে। ১০ বছর পর সেখানে ভোট হতে যাচ্ছে। শেষবার ভোট হয়েছিল ২০১৪ সালে। ২০১৯ বিধানসভা ভোটের আগে থেকেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি আছে।

রাজ্য বিধানসভার মোট আসন ১১৪। ২০১৯-এ রাজ্যের বিশেষ সাংবিধানিক মর্যাদা ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করার পর রাজ্যের আসন সংখ্যা সাতটি বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে জম্মু এলাকায় আসন বেড়েছে ছয়টি। একটি বেড়েছে কাশ্মীর উপত্যকায়। যদিও খাতায় কলমে জম্মু কাশ্মীর এখন রাজ্য নয়। ২০১৯ এর ৫ অগাস্ট থেকে রাজ্যটি কেন্দ্র শাসিত এলাকা হিসাবে চিহ্নিত।

জম্মুতে ছয়টি আসন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে জোরালো আপত্তি তুলেছে বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, বিজেপির মুখ চেয়ে এটা করা হয়েছে। বিজেপির শক্তি জম্মুতে সীমাবদ্ধ। তাই ওই এলাকায় আসন বাড়িয়ে নিয়েছে কেন্দ্রের শাসক দল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ