জেলা 

৭৮ তম স্বাধীনতা দিবস পালিত হলো হুগলির ফুরফুরা শরীফের আল-আমিন শিক্ষা কেন্দ্রে

শেয়ার করুন

৭৮ তম স্বাধীনতা দিবস পালিত হলো হুগলির ফুরফুরা শরীফের আল-আমিন শিক্ষা কেন্দ্রে। জাতীয় পতাকা উত্তোলন করেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতিও ফুরফুরা শরীফ এর ভুমিপুত্র আবু আফজাল জিন্না ও প্রতিষ্ঠানের কর্নধার কবি নাসের আব্বাসী।মিশনের সমস্ত শিক্ষক ও শিক্ষিকা ও ছাত্রদের উপস্থিতিতে এক সুন্দর পরিবেশ লক্ষ্য করা যায়। সুচারুভাবে পরিচালনা করেন মিশনের দায়িত্বশিল কর্মি মোল্লা আবিদুররহমান। স্বাধীনতা পুরস্কার -2024 পান ড.অপূর্বকুমার বিশ্বাস, নজরুল আন্তর্জাতিক পুরস্কার -2024 মধূসুদন জানা ও শিবশঙ্কর জানা পান।আল আমিন পদক পান -2024 আ.বা.মা র সভাপতি আবু আফজাল জিন্না,ও মোল্লা আবিদুর রহমান। সারাদিন ছাত্রদের মধ্যে কবিতা, গজল, আবৃত্তি ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা করা হয় ও প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী কে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়। অন্যান্য প্রতিযোগিতের সান্ত্বনা পুরষ্কার দেওয়া হয়। ঐদিনের তাৎপর্য ও স্বাধীনতা সংগ্রামিদের বিষয়ে ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে গুরুত্বপূর্ণ বিষয় বক্তব্যে ফুটিয়ে তোলেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না। বিশেষভাবে দোয়াখায়ের করা হয় শহীদগন ও মরহুম আবুল ফয়েজ সামসুদ্দিন আব্বাসী এর স্বরনে এবং দেশবাসীর জন্য কল্যান কামনা করে দোয়া করেন, মৌলানা সৈয়দ আলমগীর হোসাইন সাহেব।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ