জেলা 

এলাকার উন্নয়ন হচ্ছে না বলে অভিযোগ করে ভাঙড়ে পাওয়ার গ্রিডের কাজ বন্ধ করে দিল আন্দোলনকারীরা

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সরকারের প্রশাসনের সঙ্গে জমি বাঁচাও কমিটির যে চুক্তি হয়েছিল তা মেনে কাজ  করা হচ্ছে না বলে  অভিযোগ করে  ফের বন্ধ হয়ে গেল ভাঙড়ে পাওয়ার গ্রিডের টাওয়ার তৈরির কাজ। বৃহস্পতিবার সকাল থেকেই জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটি কাজ বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে।

ভাঙড়ে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (পিজিসিআইএল)-এর সাবস্টেশন নির্মাণের কাজ নিয়ে টানাপোড়েন চলছে এক বছরেরও বেশি সময় ধরে। তবে গত পঞ্চায়েত নির্বাচনের পর উভয় পক্ষের আলোচনার মাধ্যমে কাজ শুরু হয় রাজ্য সরকারের সঙ্গে কমিটির নেতৃত্বের বৈঠকে কিছু বেশ কয়েকটি চুক্তির উপর ভিত্তি করে কাজ শুরু হয়। কিন্তু সেই চুক্তি সঠিক ভাবে মেনে চলা হচ্ছে না বলে দাবি করেছে কমিটি

Advertisement

কমিটির দাবি, নির্দিষ্ট কয়েকটি চুক্তির ভিত্তিতেই তারা আন্দোলন প্রত্যাহার করেছিল। কিন্তু দীর্ঘ দিন কেটে গেলেও চুক্তি মেনে কোনও কাজ হচ্ছে না। চুক্তিতে স্পষ্টতেই বলা হয়েছিল, পাওয়ার গ্রিড নির্মাণের পাশাপাশি এলাকার উন্নয়নের কাজও চলবে। কিন্তু অভিযোগ, পাওয়ার গ্রিডের কাজ চললেও উন্নয়নের কাজ হচ্ছে না। কমিটির আহ্বায়ক মির্জা হাসান জানিয়েছেন, ‘‘গত ১৩ আগস্ট সাবস্টেশনের কাজ চালু হয়েছিল। আমরাও তাতে সহযোগিতা করব বলেছিলাম। কিন্তু পাঁচ মাসে যে গতিতে সাবস্টেশনের কাজ হয়েছে তার এক শতাংশও কাজ হয়নি এলাকার উন্নয়নে। পিজিসিআইএল কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী কাজে গুরুত্ব দিচ্ছেন না। তাই বাধ্য হয়েই কাজ বন্ধ করে দিতে হয়েছে।’’

 

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × three =