দেশ 

২৩ আগস্ট পর্যন্ত জেলেই থাকতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে !

শেয়ার করুন

জামিন পেলেন না অরবিন্দ কেজরিওয়াল।সিবিআইয়ের আনা দুর্নীতি মামলায় জামিন পেলেন না।

আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর গত ২১ মার্চ থেকে জেলবন্দি কেজরিওয়াল (Arvind Kejriwal)। মাঝে কিছুদিনের জন্য অন্তর্বর্তী জামিন পেয়ে লোকসভা ভোটের প্রচার সারেন তিনি। এর পর ফের আত্মসমর্পণ করেন। যদিও তিহাড়ে বন্দি অবস্থাতেই মুক্তির লড়াই চালাচ্ছিলেন কেজরিওয়াল। কিছুদিন আগে ইডির মামলায় শীর্ষ আদালত জামিন দেয় কেজরিওয়ালকে। তবে জামিনে মুক্তির আগেই কেজরিকে জেলেই গ্রেফতার করে সিবিআই। ফলে সিবিআই ফাঁসে আটকা পড়ে জেলমুক্তির অধরাই থেকে যায়।

Advertisement

নতুন করে ফের সিবিআইয়ের বিরুদ্ধে লড়াইয়ে নামেন দিল্লির মুখ্যমন্ত্রী। জামিন চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। যদিও আদালত জানিয়ে দেয়, সিবিআইয়ের গ্রেফতারি মোটেই অবৈধ নয়। গ্রেফতারির পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে এজেন্সির হাতে। ৫ আগস্ট এই মামলায় হাই কোর্টে কেজরির আবেদন খারিজ হওয়ার পর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এদিন শীর্ষ আদালত সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়েছে। আগামী ২৩ অগস্ট মামলার পরবর্তী শুনানি। সে দিনই সিবিআইকে কেজরীওয়ালের জামিন প্রসঙ্গে বক্তব্য জানাতে হবে। এদিন বিচারপতিরা জামিনের আর্জি শোনেননি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ