কলকাতা 

ডিএ মামলা চালাতে অর্থ সাহায্যের আবেদন সোস্যাল মিডিয়ায় কর্মচারি সংগঠনের

শেয়ার করুন
  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মহার্ঘ ভাতা বা ডি এ-র দাবিতে মামলা চালাতে গিয়ে  প্রায় নিঃস্ব হয়ে পড়েছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট‌ এমপ্লয়িজ়। সেজন্য রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের স্বার্থে মামলা চালিয়ে যাওয়ার জন্য  সোস্যাল মিডিয়ায় আর্থ সাহায্যের আবেদন করেছেন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় । তিনি আবেদনে  লিখেছেন, “কর্মচারী বন্ধুরা ক্ষুদ্র আর্থিক সাহায্য করুন। তাহলেই পরবর্তী মামলা চালানো সম্ভব হবে।”

২০১৭ সালের ফেব্রুয়ারিতে স্যাট জানিয়ে দেয় ডিএ সরকারের দয়ার দান । সরকারি কর্মচারিদের অধিকার নয় । এরপর স্যাটের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট‌ এমপ্লয়িজ়। হাইকোর্ট এই মামলায় মোট ৩৩টি শুনানির পর ডিএ মামলার চূড়ান্ত নিষ্পত্তির হাইকোর্ট দায়িত্বভার দেয় স্যাটকে। তবে হাইকোর্ট রায় দেয় ডিএ সরকারের দান নয় , এটা কর্মচারিদের অধিকার । কোর্টের নির্দেশ মতো স্যাটে পরপর বেশ কয়েকটি শুনানি চলে। যদিও কোনও‌ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা। ইতিমধ্যেই হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। ফলে ফের হাইকোর্টে যায় ডিএ মামলা।

Advertisement

এই অবস্থায় মামলার খরচ চালাতে গিয়ে নিদারুণ আর্থিক সমস্যায় পড়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট‌ এমপ্লয়িজ়ের প্রতিনিধিরা। তাঁরা প্রকাশ্য ঘোষণা করেছেন যে মামলা চালানোর জন্য আর্থিক সংস্থান আর নেই তাঁদের। মামলা চালাতে গিয়ে ইতিমধ্যেই প্রায় ৮ লাখ টাকার বেশি খরচ হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। তাই মামলা চালাতে সোশাল মিডিয়ার মাধ্যমে সরকারি কর্মচারীদের কাছে অনুদান দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।

সংগঠনের সাধারণ সম্পাদক তথা ডিএ মামলার মূল আবেদনকারী মলয় মুখোপাধ্যায় বলেন, ” স্যাট ও হাইকোর্ট মিলিয়ে মোট ৪১টি শুনানি হয়েছে। রাজ্য সরকার রিভিউ পিটিশনের একটা বাহানা তুলে আবার হাইকোর্টে গেছে। স্বাভাবিকভাবেই খরচ বেড়ে গেছে। এখন যা পরিস্থিতি তাতে পরবর্তী মামলা চালানোর জন্য টাকা-পয়সা নেই। আমাদের কর্মচারী বন্ধুদের কাছে তাই আবেদন রেখেছি আর্থিক সাহায্যের জন্য। তাঁরা সাড়াও দিচ্ছেন। ৭৫ শতাংশ রায় আমরা পেয়ে গেছি। বাকি রয়েছে মাত্র ২৫ শতাংশ। মামলা চালাতে পারলে আমাদের নিশ্চিত জয় হবে।”


শেয়ার করুন
  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 3 =