‘‘আমার কণ্ঠ তোমাদের কণ্ঠস্বরের সঙ্গে মেলাতে এলাম। তোমাদের দাবির সঙ্গে আমি সম্পূর্ণ একমত’’ : অপর্ণা সেন
বাংলার জনরব ডেস্ক : আরজিকর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া তরুণী অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ইনসাফের দাবিতে যে আন্দোলন করছে মেডিকেল কলেজের ছাত্ররা তাকে সমর্থন করতে দেরিতে হলেও গেলেন অভিনেত্রী অপর্ণা সেন। মঙ্গলবার বিকেলে তিনি সরাসরি আরজিকর হাসপাতালে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান যাওয়ার সময় সিপিএম কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন এই অভিনেত্রী। তবে কলকাতা পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা অভিনেত্রীর কাছাকাছি পৌঁছাতে পারেননি তবে চটি চাটা বলে অভিনেত্রীকে কটাক্ষ করেন সিপিএম কর্মীরা বলে দাবি করা হয়েছে।
বিক্ষোভকারীদের বক্তব্য ছিল অপর্ণা কেন দেরি করে এসেছেন, প্রথমেই কেন মুখ খোলেননি, কেন সব বিষয়ে প্রতিবাদ করেন না তিনি, আজকে কেন এসেছেন ইত্যাদি। অপর্ণা গাড়ি থেকে নামা মাত্রই তাঁরা একযোগে তাঁকে উদ্দেশ্য করে ‘চটিচাটা’ বলে আক্রমণাত্মক স্লোগান দিতে থাকেন। প্রশ্ন করতে থাকেন, ‘‘এতদিন কোথায় ছিলেন উনি?’’
মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর অপর্ণা বলেছেন, ‘‘আমি কলকাতার এক জন নাগরিক হিসাবে এখানে এসেছি। আন্দোলনের যে দাবি, তার একশো শতাংশের সঙ্গে আমি একমত।’’
উপস্থিত আন্দোলনকারীদের উদ্দেশে অপর্ণা বলেন, ‘‘আমার কণ্ঠ তোমাদের কণ্ঠস্বরের সঙ্গে মেলাতে এলাম। তোমাদের দাবির সঙ্গে আমি সম্পূর্ণ একমত।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘অপরাধীদের ধরতে পারলে তাদের কঠোর, কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। পুলিশের জবাবদিহি করার প্রয়োজন আছে। কেন প্রথমে আত্মহত্যা বলা হল? কার নির্দেশে? পুলিশ কেন তক্ষুনি ময়নাতদন্তের জন্য ব্যস্ত হয়ে উঠল? যে হাসপাতালে এমন ঘটনা ঘটেছে, সেখানেই কেন ময়নাতদন্ত করা হয়েছে? এই সব প্রশ্নের জবাব চাই। আমাদের দাবি, পুলিশের ভূমিকা নিয়েও তদন্ত হোক।’’