পরীক্ষায় মোট নম্বর ছিল ৫৫ ; পরীক্ষার্থী পেয়েছে ৫৯ ,এসএসসি শিক্ষক নিয়োগে এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে হবু শিক্ষকদের মধ্যে অসন্তোষ
বাংলার জনরব ডেস্ক : তৃণমূল সরকারের আমলে শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে চূড়ান্ত গাফলতি চলছে তা আরও একবার সকলের সামনে উন্মোচিত হল । এবার শুধু গোপনে নয় , আদালতে নির্দেশের প্রেক্ষিতে এক হবু শিক্ষকের প্রাপ্ত নম্বর আরটিআই মারফত দিতে গিয়ে জানা গেল পরীক্ষার মোট নম্বর ৫৫ , কিন্ত সে পেয়েছে ৫৯ । অর্থাৎ যত নম্বরের পরীক্ষা হয়েছে তার চেয়ে চার নম্বর বেশি পেয়েছে ওই হবু শিক্ষক । সংবাদে প্রকাশ ,২০১৬ সালে এসএসসি পরীক্ষায় বসেন নদিয়া জেলার শিক্ষক পদপ্রার্থী ঋতু বেরা। তার নাম ওয়েটিং লিস্টে থাকে। আরটিআই করে নিজের প্রাপ্ত নম্বর জানতে চান ওই পরীক্ষার্থী। কিন্তু সোজা পথে উদ্দেশ্য সাধন না হলে আদালতে যান তিনি। আদালতের তরফে কমিশনকে হলফনামা জমা দিতে বলা হয়৷
এরপরেই ঋতু বেরার বাড়িতে একটি চিঠি যায়। তাতে লেখা, সে পরীক্ষার পেয়েছে ৫৯ নম্বর। অথচ পরীক্ষায় মোট নম্বর ৫৫। এও কেমন করে সম্ভব? তাতেও আবার তার নাম ওয়েটিং লিস্টে। জানা গেছে , এই মামলার পরবর্তী শুনানী আগামী ২ জানুয়ারি ২০১৯-এ হওয়ার কথা । আর সেদিন এই নম্বর দেখে কলকাতা হাইকোর্ট কী বলে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের সাধারণ মানুষ ।