জালিয়াতি মামলায় পূজা খেড়করকে রক্ষাকবচ দিল দিল্লি হাইকোর্ট
বাংলার জনরব ডেস্ক : জালিয়াতি মামলায় আগামী ২১ শে আগস্ট পর্যন্ত পূজা খেড়করকে গ্রেফতার করা যাবে না বলে, দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণ, মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত পূজাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই।
আগাম জামিন চেয়ে দিল্লির উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন পূজা। সোমবার সেই মামলার শুনানি হয় বিচারপতি সুব্রমনিয়ম প্রসাদের বেঞ্চে। বিচারপতি দিল্লি পুলিশের কাছে জানতে চেয়েছিলেন, পূজাকে হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কি না। তাঁর বিরুদ্ধে যা যা অভিযোগ, তিনি একাই সে সব কাণ্ড ঘটিয়েছেন বলেও উল্লেখ করে আদালত। আইনজীবীদের সওয়াল শুনে বিচারপতির মন্তব্য, ‘‘এই মুহূর্তে ওঁকে হেফাজতে নেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না।’’
একইসঙ্গে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সহযোগিতার নির্দেশ পূজাকে দিয়েছে আদালত। মামলায় যুক্ত করা হয়েছে ইউপিএসসিকেও। পূজার আগাম জামিনের আবেদনে ইউপিএসসি এবং দিল্লি পুলিশের বক্তব্য জানতে চেয়ে তাদের নোটিস দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির দিন উভয় পক্ষকেই নিজেদের বক্তব্য আদালতে জানাতে হবে। ২১ অগস্ট পর্যন্ত পূজাকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
জালিয়াতির দায়ে ইতিমধ্যে পূজার প্রশিক্ষণ এবং নিয়োগ বন্ধ করে দিয়েছে ইউপিএসসি। তাঁকে সারা জীবনের জন্য বরখাস্ত করা হয়েছে। অর্থাৎ, আর কোনও দিন ইউপিএসসির কোনও নিয়োগ প্রক্রিয়ায় পূজা অংশ নিতে পারবেন না। ইউপিএসসি-র সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে দিল্লি হাই কোর্টের দ্বারস্থও হয়েছেন পূজা।