শেষ যাত্রাতেও জনস্রোত, জননেতা বুদ্ধদেব ভট্টাচার্যের শব দেহের পাশে মিশে গেল আমরা ওরার ব্যবধান
বিশেষ প্রতিনিধি : ৯ ই আগস্ট শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ শেষবারের জন্য পৌছালো বিধানসভার অলিন্দে। আর এখানে দেখা গেল কংগ্রেস সিপিএম বিজেপি সব নেতা মিলেমিশে একাকার সবার একই উদ্দেশ্য এবং লক্ষ্য জননেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানানো। রাজ্য রাজনীতিতে পরস্পরের বিরোধী বলে পরিচিত শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একই মঞ্চে পাশাপাশি। রবীন্দ্র এর সঙ্গে ফিরহাদ হাকিম, প্রাক্তন ছাত্র নেতা কৌস্তভের সঙ্গে অরূপ বিশ্বাস। সবাই সবাই এখন মিলেমিশে একাকার। আর মেলালেন যিনি তিনি হলেন এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
১৩ বছর আগের রাজ্যপাট চলে গেছে তারপরেও প্রাক্তন মুখ্যমন্ত্রী শেষ যাত্রায় নজর কারা ভিড়। কার্যত জনস্রোত। সেই জনস্রোতকে সম্বল করেই বিদায় নিলেন সৎ আদর্শবান একজন কমিউনিস্ট নেতা। ঠিক বিকেল পাঁচটা বেজে পাঁচ মিনিট এন আর এস এ তার দেহদান করলেন দলের নেতারা। কোথায় যেন মনে হচ্ছিল এই মানুষটি এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এই মানুষটিকে সবাই দাম্ভিক বলে অভিহিত করতেন সেই মানুষটি আজ হাজার হাজার মানুষের কান্নার নিয়ে বিদায় নিলেন। এত মানুষের কান্না একটি জননেতার জন্য খুব কম দেখা যায়। বুদ্ধ বাবু আপনি যেখানেই থাকুন ভালো থাকুন।