শুক্রবার সাতসকালে ভূমিকম্পে কাঁপল সিকিম সহ উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বের একাধিক রাজ্য !
শুক্রবার সাতসকালে ভূমিকম্পে কাঁপল সিকিম সহ উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বের একাধিক রাজ্য। এদিন সকালে পৌনে সাতটা নাগাদ আচমকাই কেঁপে ওঠে সিকিম। কম্পন অনুভূত হয় বাংলাদেশ ও ভূটানের একাংশে। তবে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪।
ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি বলছে, দার্জিলিং থেকে ২২ কিলোমিটার উত্তরে সিকিমের রাভাংলা। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। কম্পন ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গেও। মৃদু ভূমিকম্প অনুভব হয় কোচবিহারে। খুব অল্প সময়ের জন্য স্থায়ী ছিল কম্পন। কেঁপেছে জলপাইগুড়ি, দার্জিলিংও। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।
উল্লেখ্য, উত্তরে প্রবল বর্ষণের ফলে জায়গায়-জায়গায় ধস নেমেছে। এমন পরিস্থিতিতে কম্পনের জেরে আতঙ্কিত এলাকাবাসী। তাঁদের আশঙ্কা, ভূমিকম্পের পর আফটার শক স্বাভাবিক ঘটনা। আর সেই আফটার শক যদি জোরালো হয়, তাহলে বিপুল ক্ষয়ক্ষতির ঘটতে পারে বলে আতঙ্কিত সিকিম-সহ উত্তরবঙ্গের বাসিন্দারা।