কলকাতা প্রচ্ছদ 

“তাঁর মৃত্যু রাজ্যের পক্ষে বড় ক্ষতি” প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানিয়ে প্রতিক্রিয়া মমতার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে পাম অ্যাভিনিউয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০মিনিটে এক কামরার ফ্ল্যাটেই প্রয়াত হয়েছেন অশীতিপর বুদ্ধদেব। বর্ষীয়ান বাম নেতার মৃত্যুতে শোকাহত মমতা বৃহস্পতিবার রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রায় সবরকম সহযোগিতারও কথাও বলেছেন তিনি।

বুদ্ধ-তনয় সুচেতনকে পাশে নিয়ে মমতা বলেন, “আজ সরকারি ছুটি ঘোষণা করেছি। আগামিকাল রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে আমরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে চাই। তিনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, একাধিক দফতরের দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যু রাজ্যের পক্ষে বড় ক্ষতি।”

Advertisement

মমতা আরও বলেন, “বুদ্ধদেব যতবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সুস্থ হয়ে ফিরে এসেছিলেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্তি ছিল। তাঁর মৃত্যুর বয়স হয়ত এখনও হয়নি। কিন্তু তাঁর শারীরিক সমস্যা ছিল, শ্বাসকষ্ট হত। আমি তাঁর পরিবারের সকলকে, সিপিএম তথা বামফ্রন্টের প্রত্যেককে এবং আমাদের প্রত্যেক সহনাগরিককে সমবেদনা জানাচ্ছি।”

মমতার পর রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমও পৌঁছে যান প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধাকে জানাতে।

বর্ষীয়ান বাম নেতার প্রয়াণের খবর পেয়েই তাঁর ফ্ল্যাটে আগেই পৌঁছে যান সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দলীয় কর্মী-সমর্থকরাও আসতে শুরু করেছেন বাড়িতে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সুজন চক্রবর্তী ও সূর্যকান্ত মিশ্রও আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় কার্যালয় থেকে সকালেই চলে গিয়েছিলেন সেখানে। শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যও বৃহস্পতিবারের মধ্যেই কলকাতায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন।

ইতিমধ্যে প্রয়াত মুখ্যমন্ত্রীর চক্ষুদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিজস্ব ফ্ল্যাটেই রাখা হবে তাঁর দেহ। রাতে তা থাকবে পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ শায়িত থাকবে আলিমুদ্দিনে সিপিএমের রাজ্য দফতরে। সেখানেই সাধারণ মানুষ প্রয়াত মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। বিকেলে অন্তিম যাত্রার পর, তাঁর দেহ দান করা হবে এনআরএস হাসপাতালে।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ