কলকাতা 

আজ নয় আগামীকাল শুক্রবার হবে বুদ্ধদেব বাবুর শেষ যাত্রা জানালেন মুহাম্মদ সেলিম

শেয়ার করুন

প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা বৃহস্পতিবার হবে না বলে জানালেন মহম্মদ সেলিম। সিপিএমের রাজ্য সম্পাদক জানিয়েছেন, আপাতত বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের দেহ তাঁর বাড়িতেই রাখা হবে তাঁর আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের জন্য। পরে তাঁর দেহ সংরক্ষণ করা হবে।

শুক্রবার সকাল ১০টায় আলিমুদ্দিন স্ট্রিটের দফতরের আনা হবে বুদ্ধদেবের দেহ। সেখান থেকে বিকেল ৪টের সময় শুরু হবে শেষযাত্রা। তবে বুদ্ধদেবের শেষকৃত্য হবে না। সেলিম জানিয়েছেন, বুদ্ধদেব তাঁর দেহ দান করে গিয়েছিলেন। শেষযাত্রার পরে তাঁর ইচ্ছে অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ দান করা হবে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ