দেশ 

অলিম্পিকে ইতিহাস সৃষ্টিকারী পদকজয়ী মনু ভাকের দেশে ফিরেই দেখা করলেন সোনিয়ার সঙ্গে, দেশজুড়ে চাঞ্চল্য

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : একই অলিম্পিকে জোড়া পদক পেয়ে ইতিহাস সৃষ্টিকারী সৃষ্টিকারী মনু ভাকের দেশে ফিরেই সোজা চলে গেলেন কংগ্রেস নেত্রী, প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে। প্যারিস থেকে বুধবারই দেশে ফিরেছেন মনু। তার কিছু পরেই ১০ জনপথে গিয়ে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন মনু।

১২৪ বছরের পুরনো ইতিহাস ভেঙে চুরমার করে দিয়েছেন তিনি। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসাবে অলিম্পিকে জোড়া পদক জয়ের নজির এখন তাঁর নামের পাশে। এর আগে এই কীর্তি গড়েছিলেন এক ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয়। ১৯০০ সালে ভারতীয় হিসাবে এক অলিম্পিকে দুটি পদক ছিল নর্ম্যান প্রিচার্ডের। সেই রেকর্ড ছুঁয়ে মনু এখন দেশজোড়া জনপ্রিয়। স্বাভাবিকভাবেই তাঁর ব্র্যান্ড ইমেজ বজায় রাখাটাও চ্যালেঞ্জ তাঁর টিমের কাছে।

Advertisement

মনু পদক জয়ের পর তাঁর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দেশে ফিরে সোজা মনু চলে যান সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে। সাম্প্রতিক অতীতে আর কোনও অ্যাথলিট এভাবে বিরোধী দলের নেতা নেত্রীদের সঙ্গে দেখা করতে যাননি। স্বাভাবিকভাবেই জল্পনা ছড়িয়েছে। পরে অবশ্য ক্রীড়া মন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সঙ্গে দেখা করেন তিনি।

মনুর অতীতের একটি পোস্টেও রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা ছড়িয়েছিলেন। তিনি অলিম্পিকে পদক জয়ের পরই নেটদুনিয়ায় ঘোরাফেরা করছে তাঁর একটি পুরনো টুইট। হরিয়ানার তৎকালীন ক্রীড়ামন্ত্রী অনিল ভিজের সঙ্গে এক্স হ্যান্ডেলে মনুর বাগযুদ্ধের ঘটনা আবারও ফিরে এসেছে নেটিজেনদের মনে। ২০১৮ সালের যুব অলিম্পিকে সোনা জিতেছিলেন মনু ভাকের। প্রথম ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করেন তরুণ শুটার। তাঁর এই সাফল্যের পরে হরিয়ানার তৎকালীন ক্রীড়ামন্ত্রী টুইট করে জানান, সরকারের তরফে ২ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে মনুকে। সেই সঙ্গে বলেন, “আগের সরকারগুলো তো মাত্র ১০ লক্ষ টাকা দিত। আমরা ২ কোটি টাকা সাহায্য করব।” তবে এই ঘোষণার পরে তিনমাস কেটে গেলেও আর্থিক সাহায্য পাননি মনু (Manu Bhaker)। তাই ২০১৯ সালের জানুয়ারি মাসে এক্স হ্যান্ডেলে ভিজের ঘোষণার স্ক্রিনশট শেয়ার করেন তিনি। সেই সঙ্গে লেখেন, “দয়া করে সোজাসুজি বলুন, এই ঘোষণাটা কি সত্যি? নাকি জুমলা?” এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে হরিয়ানার তৎকালীন ক্রীড়ামন্ত্রী দাবি করেন, মনুকে তাঁর কাছে ক্ষমা চাইতে হবে। শুটারের উচিত নিজের খেলায় আরও বেশি করে মন দেওয়া।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ