তিন তালাক তুলে দেওয়ার পক্ষে মত প্রকাশ করলেন অভিনেতা নাসিরউদ্দিন
বাংলার জনরব ডেস্ক : তিন রাজ্য বিজেপির হাত ছাড়া হওয়ার পর আবার নতুন করে মোদী সরকার তালাক বিল পেশ করল সংসদে । আর এই তালাক বিল নিয়ে জাতীয় রাজনীতি এই মুহূর্তে সরগরম হয়ে উঠেছে । লোকসভায় বৃহস্পতিবার লোকসভায় পেশ হয় সংশোধিত তিন তালাক বিল। এদিন আলোচনার জন্য শুধু বিজেপি সাংসদরাই নন, কংগ্রেস সাংসদদের উপস্থিত থাকতে হুইপ জারি করা হয়েছিল।
এদিকে তালাক বিল নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি বলেছিলেন , এক সঙ্গে তিন তালাক ইসলামও অনুমোদন করে না । সুতরাং তা তুলে দেওয়ায় উচিত । এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি এ কথা বলেছেন ।
সম্প্রতি দেশের অসহিষ্ণু পরিস্থিতি নিয়ে অভিনেতা নাসিরউদ্দিন মন্তব্য করেছিলেন। তিনি নিজের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন । একই সঙ্গে উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশ অফিসারের মৃত্যু নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন , ‘গরুর মৃত্যু পুলিশ অফিসারের মৃত্যুর থেকে বেশি গুরুত্বপূর্ণ’। এই মন্তব্যকে ঘিরে দেশজুড়ে বির্ক তৈরি হয়েছিল ।