কলকাতা 

রাজ্য মন্ত্রিসভায় রদবদল, গুরুত্ব বাড়লো তিন মন্ত্রীর

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় রদবদল হয়েছে। গুরুত্ব বেড়েছে তিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মানষ ভূঁইয়া এবং বাবুল সুপ্রিয়র। এবারের রদবদলে গুরুত্ব কমেছে গোলাম রব্বানীর। সম্প্রতি পার্থ ভৌমিক ব্যারাকপুর থেকে সাংসদ নির্বাচিত হওয়ার কারণে তাঁর সেচ দফতরের দায়িত্ব মানষ ভূঁইয়াকে দেওয়া হল।

একইভাবে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অতিরিক্ত দায়িত্ব হিসেবে পেলেন পরিবেশ দফতর। অন্যদিকে গোলাম রাব্বানী পরিবেশ এবং অচিরাচরিত শক্তি দফতরের মন্ত্রী ছিলেন পরিবেশ দফতরটি এবার চন্দ্রিমা ভট্টাচার্য অতিরিক্ত দায়িত্ব পেলেন।

Advertisement

বাবুল সুপ্রিয় তথ্য ও প্রযুক্তি দফতরের পাশাপাশি এবার থেকে শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব সামলাবেন । কয়েক সপ্তাহ আগেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছিল রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। আজ বুধবার রাজ্যপাল নবান্নের এই সিদ্ধান্তে সীলমোহর দিলেন মাত্র।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ