জেলা 

ওবিসি সার্টিফিকেট নিয়ে মুর্শিদাবাদ জেলাশাসক ও জেলাজজকে ডেপুটেশন

শেয়ার করুন

৭ আগষ্ট, বহরমপুর: আজ বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট পুনর্বহাল সহ পাঁচ দফা দাবীতে মুর্শিদাবাদ জেলাশাসক ও জেলাজজকে ডেপুটেশন দিল ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ। প্রায় শ’দুয়েক লোকের মিছিল মুর্শিদাবাদ টেক্সটাইল কলেজ মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জেলাশাসকের দপ্তরের সামনে শেষ হয়। পাঁচ জনের একটি প্রতিনিধি দল ডেপুটি ম্যাজিস্ট্রেট পারিজাত এর কাছে দাবিপত্র তুলে দেন। আব্দুস সালাম মন্ডলের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন আজমল হোসেন, রাহুল চক্রবর্তী, মফেজুল সেখ ও তায়েদুল ইসলাম।  সেখান থেকে মিছিল যায় জেলা জজকোর্ট চত্ত্বরে। সেখানেও ঐ পাঁচ জনের প্রতিনিধি দল জেলা জজকে দাবিপত্র জমা দেন। পাঁচটি দাবি হল, ১. ক্লাস নাইনে ভর্তির সময় রেজিস্ট্রেশনে ওবিসি-এ, ওবিসি-বি, সিডিউল কাস্ট, সিডিউল ট্রাইব সমস্ত বিভাগই রাখা হোক। কোনভাবেই শুধুমাত্র ওবিসি বিভাগ রেখে রেজিস্ট্রেশন করানো যাবে না।

২. মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়সহ কলেজগুলোতে উচ্চশিক্ষার জন্য আগত কোন ছাত্রই যেন ভর্তি বা স্কলারশিপ থেকে ওবিসি শংসাপত্র সংক্রান্ত হাইকোর্টের এই ক্ষতিকারক রায়ের প্রভাবে বঞ্চিত না হয়।

Advertisement

৩. জেলাভিত্তিক সরকারি চাকরিতে ওবিসি শংসাপত্র সংক্রান্ত হাইকোর্টের এই ক্ষতিকারক রায়ের প্রভাবে কোন যুবক-যুবতী যেন বয়সের ছাড় পাওয়া থেকে বঞ্চিত না হয়।

৪. দেশের সর্বোচ্চ আদালতে ওবিসি সংক্রান্ত কেসের ক্ষেত্রে ‘স্টে অর্ডার’ পাওয়ার জন্য রাজ্য সরকার যেন সর্বতোভাবে সচেষ্ট থাকে এবং সওয়াল জবাবের জন্য প্রয়োজনীয় সেরা উকিল নিয়োগ করে।

৫. রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে ওবিসি সংক্রান্ত নির্দিষ্ট প্রার্থী দেওয়ার ক্ষেত্রে যেন কোনভাবেই

হাইকোর্টের ওবিসি সংক্রান্ত এই ক্ষতিকারক রায়ের প্রভাব না পড়ে।

মিছিল বিভিন্ন দাবি লেখা পোষ্টারে সুসজ্জিত এবং স্লোগানে মুখরিত ছিল। মিছিলে নেতৃত্ব দেন মুহাম্মাদ সাহাবুদ্দিন, মাসুদুল ইসলাম, আশরাফুল হক, রফিকুল ইসলাম, এবং ডাঃ এম আর ফিজা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ