সুন্দরবন অনুভব পত্রিকার অনুষ্ঠান খিদিরপুরে
আসাদ আলী- বাংলার জনরবঃ অতি সম্প্রতি সুন্দরবন অনুভব পত্রিকার গ্রন্থ প্রকাশ ও কবি সম্মেলন হয়ে গেল অম্বরনিল মুখার্জির দক্ষ সঞ্চালনায় খিদিরপুর মনসাতলা আনন্দময়ী দরিদ্র ভান্ডার সভাগৃহ কাব্য তীর্থে। উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে সভার সূচনা হয় । সংগীত পরিবেশন করেন শিল্পী জ্যোৎস্না জুন্নি। অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় । মিতিশা মুখার্জির কাব্যগ্রন্থ “সাত পাঁচ” এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি বাংলা আকাদেমি র সাথে যুক্ত কবি যতীন্দ্রনাথ সরকার । সম্মানীয় অতিথি প্রাক্তন শিক্ষিকা চেয়ারম্যান বরো-৭ সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জী, বিশেষ অতিথি মনোবিজ্ঞান পরামর্শদাতা আঁখি গুপ্তা, কবি দেবপ্রসাদ রায়, খিদিরপুর দর্পণ পত্রিকার সম্পাদক বরুন মুখোপাধ্যায়, কবি মিতিশা মূখার্জী প্রমুখ।
কবিতা পাঠ করেন মিতিশা মুখার্জী, কবি মোহাম্মদ আল্লারাখা, যতীন্দ্রনাথ সরকার প্রমুখো। সংগীত পরিবেশন করেন অসিত ভট্টাচার্য, স্যাক্সোফোন পরিবেশন করেন চন্দ্রানী ব্যানার্জি। আপ্যায়নের দায়িত্বে ছিলেন মৌমিতা মুখার্জি।