রাজনৈতিক আশ্রয় দিতে নারাজ ব্রিটেন! হাসিনার ভিসা বাতিল করলো আমেরিকা! কোথায় থাকবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী?
বাংলার জনরব ডেস্ক : ৪৯ বছর আগে এই আগস্ট মাসেই বাবা মুজিবর রহমান খুন হয়েছিলেন তখন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং রেহানার পাশে দাঁড়িয়ে ছিল ভারত বর্ষ। শুধু ভারত বললে ভুল হবে, একাধিক রাষ্ট্র তাদের পাশে দাঁড়িয়ে ছিল। কিন্তু গতকাল সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পর এবং বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসার পর অনেক বেশি তাকে ঠাঁই দিতে চাইছে না।
শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্রিটেনের কাছে আবেদন করেছিলেন সেই আবেদন খারিজ হয়েছে গেছে বলে সূত্রের খবর। কারণ ব্রিটেনের বর্তমান শাসকগোষ্ঠী লেবার পার্টি অহেতুক অশান্তি ডেকে আনতে চাইছে না। তারা মনে করছে যদি হাসিনা ব্রিটেনে কোন জায়গায় থাকেন তাহলে ওই এলাকায় বসবাসরত বাংলাদেশীরা ক্ষোভ প্রকাশ করতে পারেন। তাই ব্রিটেন শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে চাই না। কিন্তু শুধু ব্রিটেন কেন আমেরিকাও হাসিনার ভিসা বাতিল করেছে। ফলে হাসিনা এখন কোথায় যাবেন ভেবে উঠতেই পারছেন না। নিজের মাতৃভূমিতে যে স্বৈরাচারী শাসন তিনি কায়েম করেছিলেন তাতে আর সেখানে ফিরে যাওয়ার কোন উপায় নেই। ফিরে যেতে হলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। ব্রিটেন রাজনৈতিক আশ্রয় তো দেয়নি হাসিনাকে উপরন্ত ওখানকার সরকার দাবি করেছে হাসিনার বিরুদ্ধে ওঠা গণহত্যার তদন্ত করার জন্য জাতিসংঘের নেতৃত্বে একটি কমিটি গঠনের।
গণআন্দোলনের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে সরতে হয়েছে শেখ হাসিনাকে। এমনকী, বোন রেহানাকে নিয়ে দেশও ছেড়েছেন। কোথায় যাবেন তিনি? মুজিবকন্যার পরবর্তী ঠিকানা কী হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। কারণ, ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে প্রত্যাখ্যাত হয়েছেন হাসিনা। তবে তাঁর বোন রেহানা ব্রিটেনে নাগরিক। তিনি হয়তো আর কয়েকদিন পরেই যুক্তরাজ্যের জন্য উড়ে যাবেন।
ব্রিটেন প্রত্যাখ্যান করার পর এবার আমেরিকাও তাঁর ভিসা বাতিল করল। তবে এর কারণ এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি যে হাসিনার রাজনৈতিক জীবনে প্রভাব ফেলবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে আমেরিকার প্রভাব মারাত্মক। তারা ভিসা বাতিল করায় বাকি পশ্চিমী দেশগুলিও সেই পথেই হাঁটবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সূত্রের দাবি, সেক্ষেত্রে হাসিনা রাশিয়া, বেলারুশ বা পশ্চিম এশিয়ার কোনও দেশে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন।
প্রসঙ্গত, বাংলাদেশে গণ আন্দোলনের জেরে সোমবার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন মুজিবকন্যা হাসিনা। আপাতত দিল্লির সেফ হাউসে রয়েছেন তিনি।