দেশ 

হাসিনার পরিণতি দেখে বিশ্বের সব স্বৈরাচারীর শিক্ষা পাওয়া উচিত : ফারুক আব্দুল্লাহ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ। তাঁর বক্তব্য, হাসিনার পরিণতি দেখে বিশ্বের সব স্বৈরাচারীর শিক্ষা পাওয়া উচিত।

বাংলাদেশের পরিস্থিতি এবং হাসিনার দেশত্যাগ নিয়ে ফারুকের বক্তব্য, “এবার আমাদের আরও সতর্ক হতে হবে। পরিস্থিতির উপর সতর্ক নজর রাখতে হবে। বহুবছর ধরেই অশান্ত বাংলাদেশ। বেকারত্ব বড় সমস্যা। আর্থিক পরিস্থিতিও ভালো না। সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে সরকারের পতন অনিবার্য হয়ে দাঁড়িয়েছিল।” তাঁর কথাবার্তায় বোঝা গিয়েছে, বাংলাদেশে যে হিংসাত্মক আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছে সেই আন্দোলনকে সমর্থন করেন তিনি।

Advertisement

এর পরই নাম না করে মোদিকে নিশানা করেন ফারুক। তিনি বলেন, “হাসিনার এই পরিণতি বিশ্বের সব স্বৈরাচারীদের জন্য শিক্ষা। সবাইকেই এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এটা সবার জেনে রাখা দরকার।” বস্তুত বিরোধীরা দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বৈরাচারী বলে আক্রমণ করে আসছেন। হাসিনার বিরুদ্ধে যে যে অভিযোগ ছিল সেই একই অভিযোগ ওঠে মোদির বিরুদ্ধেও।

উল্লেখ্য, গণ আন্দোলনের জেরে ভারতবন্ধু শেখ হাসিনাকে দেশ ছেড়ে ভারতে আসতে হয়েছে। আপাতত ভারতেই রয়েছেন হাসিনা। প্রতিবেশী দেশের দিকে সতর্ক নজর রাখছে নয়াদিল্লি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ