জেলা 

মুর্শিদাবাদে ভাগিরথী ও গঙ্গা ভাঙনকে জাতীয় সমস্যা ঘোষণা করে স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করুক সরকার: তায়েদুল ইসলাম 

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জে গঙ্গা ভাঙন হয়ে আসছে। দিনের পর দিন আরও বৃহত্তর আকার ধারণ করছে। প্রতিনিয়ত একের পর এক বাড়ি , গ্ৰাম চলে যাচ্ছে গঙ্গার তলে। এই সমস্যার স্থায়ী সমাধান করতে এটিকে জাতীয় সমস্যা ঘোষণার দাবি করলেন সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম।

তিনি বলেন— দীর্ঘ দিন ধরে গঙ্গা ভাঙনের কবলে থাকা মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ আজ ধ্বংসের মুখোমুখি আকার ধারণ করেছে। ২৯ জুলাই ঘন্টা খানেকের মধ্যে সামসেরগঞ্জের নতুন শিবপুর গ্রামের অন্তত ২৫টি বাড়ি বিলীন হয়ে গেছে গঙ্গায়। পাড় লাগোয়া ৪৮টি বাড়ির লোকজন আতঙ্কে ঘর ছেড়েছেন সেদিনই। বন্ধ হয়ে গেছে গ্রামের প্রাথমিক স্কুল। রাজ্য সরকারের তরফে ভাঙন প্রতিরোধ ১০০ কোটি টাকা দিয়ে থাকলেও সূরাহা হয়নি। নদী সংলগ্ন এলাকার মানুষ জন বাধ্য হচ্ছেন ঘর ছাড়তে। সরকারের উচিত গঙ্গায় ভেসে যাওয়া পরিবারদের উপযুক্ত ক্ষতি পূরণ এবং অন্যত্র সরিয়ে নিয়ে নিরাপদ জায়গায় পুনর্বাসন করা। উপার্জনের ব্যবস্থা করা।

Advertisement

তিনি রাজ্য সরকারের পাশাপাশি ইউনিয়ন সরকারের কাছেও দাবি জানান মুর্শিদাবাদ গঙ্গা ভাঙনকে জাতীয় সমস্যা ঘোষণা করে স্থায়ী সমাধান করার । এ ছাড়াও তিনি সিপিআইএম ও কংগ্রেসের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন— সিপিআইএম, কংগ্রেস মুর্শিদাবাদ জেলার উন্নয়নের প্রসঙ্গ ভুলে জেলাকে তিনভাগে ভাগ করার দাবি তুলছে সেই মুহূর্তে যখন জেলার মানুষের ভিটামাটি , শেষ সহায় সম্বল টুকু নদীতে ভেসে যাচ্ছে। তাঁদের উচিত ছিল জেলার বর্তমান সমস্যাকে সম্মুখে রেখে সমাধানের দাবি জানানোর। ভাঙ্গণ কবলিত মানুষের পাশে দাঁড়ানো। এই মুহূর্তে জেলা ভাগের আন্দোলন করা মানে ভাঙ্গণ কবলিত মানুষের প্রতি রসিকতা করা বলে তিনি মন্তব্য করেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ