কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

আন্তর্জাতিক সাহিত্য জগৎ এর ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান কলকাতায়

শেয়ার করুন

আসাদ আলী-বাংলার জনরবঃ ৪ঠা আগস্ট রবিবার ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কলকাতা কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে সম্পাদক নিতাই চন্দ্র দাস ও কবি দিননাথ গোলদারের দক্ষ সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা সম্পাদক কবি সত্যজিৎ কুমার আড়ীর সার্বিক পরিচালনায় বহু কবি লেখক সাহিত্যিক ও সাংবাদিকের সক্রিয় উপস্থিতিতে সুন্দরভাবে সমাপন হলো আন্তর্জাতিক সাহিত্য জগতের প্রথম বর্ষপূর্তি ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান ।

সভাপতি মহাদেব পাত্র ও প্রধান অতিথি কবি অরূপ প্রান্তি এবং বিশেষ অতিথি আইনজীবী হাজারী লাল সরকার, অধ্যাপক নিরুপম আচার্য্য, প্রতিষ্ঠাতা সত্যজিৎ কুমার আড়ি, সঙ্গীত শিল্পী প্রদীপ ঘোষ, কবি দীননাথ গোলদার, শিক্ষক কবি মোঃ মফিজুল ইসলাম, কমলেশ বিশ্বাস, রাখী পাইক, মোরসালিন হক প্রমুখ । বিশিষ্ট অতিথিদের ব্যাজ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয় । রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন মহাদেব পাত্র ও সত্যজিৎ কুমার আড়ি মহাশয় । সমস্ত অতিথিবৃন্দ ও সভাপতি প্রদীপ প্রজ্জলন করেন, তখনই ‘আগুনের পরশমণি’ গান গাওয়া হয়। তারপর ‘পলি মাটির রূপকথা’ সংকলনটি প্রকাশ করেন সভাপতি সহ সমস্ত অতিথিবৃন্দ । তারপর স্বাগত ভাষণ দেন প্রতিষ্ঠাতা সম্পাদক সত্যজিৎ কুমার আরি মহাশয় । সত্যজিৎ কুমার আড়ির থিম সং গেয়ে শোনান প্রদীপ ঘোষ মহাশয় । সভাপতি ও অতিথিবৃন্দ একে একে বক্তব্য রাখেন ।

Advertisement

কবিতা পাঠ করেন স্মৃতিকণা চট্টোপাধ্যায়, কবি ও সাংবাদিক আসাদ আলী, শিক্ষক কবি মোঃ মফিজুল ইসলাম, কবি সরবত আলি মন্ডল, ডাক্তার সাইদুর রহমান, মেঘলা রানী, এমদাদুল ইসলাম, মনোজিৎ ঘোষ, দুলাল চন্দ্র মোদী, সঞ্জয় কুমার দে, মোরসালিন হক, বিকাশ কুমার রজক, আব্দুর রউফ, নিতাই চন্দ্র দাস, দীননাথ গোলদার প্রমুখ। প্রত্যেক গুণীজনকেই মেমেন্টো সার্টিফিকেট পত্রিকা ও লাল গোলাপ দিয়ে সম্মাননা জানানো হয়।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ