দেশ 

ফের রেল দুর্ঘটনা ! বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেসে ভয়াবহ আগুন

শেয়ার করুন

তৃতীয় মোদি সরকারের আমলে প্রতি সপ্তাহে রেল দুর্ঘটনা যেন ভবিতব্য হয়ে উঠেছে! আজ রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেসে ভয়াবহ আগুন লাগে।

এদিন বিশাখাপত্তনম স্টেশনে ঢোকার পরই কোবরা এক্সপ্রেসে আগুন লাগে। পরপর বি৬, বি৭, এম১ কামরা দাউ দাউ করে জ্বলতে থাকে। কীভাবে আগুন লেগেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে বিশাখাপত্তনম স্টেশন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। এই প্রতিবেদন লেখার সময় দুপুর ২টা পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, এদিন বিশাখাপত্তনমের ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। আচমকাই ধোঁয়া উঠতে শুরু করে বি-৭ কোচে। তা দেখে এই কোচে থাকা যাত্রীরা কোনও মতে বেরিয়ে যান। এরপরই কোচ থেকে আগুনের লেলিহান শিখা উঠতে শুরু করে।

বিশাখাপত্তনম থেকে ট্রেনটির তিরুপতি যাওয়ার কথা ছিল। আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে। তড়িঘড়ি যাত্রীদের ট্রেন থেকে নামানো হয়। অগ্নিকাণ্ডের জেরে আপাতত এই ট্রেনটিকে বাতিল করা হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।

সম্প্রতি একের পর এক রেল দুর্ঘটনা ঘটছে দেশের নানা প্রান্তে।গত মঙ্গলবার হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস ঝাড়খণ্ডে লাইনচ্যুত হয়েছে। মৃত্যু হয়েছে দু’জনের। এর আগে উত্তরপ্রদেশে বেলাইন হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। তারও আগে গত জুন মাসে উত্তরবঙ্গে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একের পর এক দুর্ঘটনায় যাত্রীসুরক্ষা নিয়ে রেলমন্ত্রীকে তোপ দেগেছে বিরোধীরা। রেলমন্ত্রীর পদত্যাগেরও দাবি উঠেছে। সেই আবহে এবার ট্রেনে আগুন লাগার ঘটনা সামনে এল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ