হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনকে ঘিরে উত্তাল বাংলাদেশ, গুলিবিদ্ধ হয়ে মৃত ৬
বাংলার জনরব ডেস্ক : রবিবার থেকে আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে বাংলাদেশ জুড়ে অসহযোগ আন্দোলন করা হবে বলে ঘোষণা করা হয়েছিল। সেই মতো আজ সকাল থেকে বাংলাদেশে অসহযোগ আন্দোলনে উত্তাল হয়ে উঠলো সমগ্র বাংলাদেশ। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ঘোষিত এই কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দুপুর একটা পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে প্রায় ৬ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।
এর মধ্যে অসহযোগ আন্দোলনে মুন্সিগঞ্জে ২ জন নিহত হয়েছেন। বগুড়ায় গুলিতে দুজন, রংপুরে নিহত হয়েছেন ১ জন ও মাগুরায় নিহত হয়েছেন একজন। এর বাইরে রাজধানী ঢাকায় বিভিন্ন জায়গায় আন্দোলন কারীদের সঙ্গে সংঘর্ষে গুলির ঘটনা ঘটেছে। যাতে আহত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন।
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় আওয়ামী লীগের সমাবেশ থেকে আন্দোলনকারীদের ওপর ব্যাপক গোলাগুলি করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গোলাগুলির ঘটনায় ১০ আন্দোলনকারী গুলিবিদ্ধ হওয়ার কথা জানা গেছে। আহতরা ইসলামি ব্যাংক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান (রাব্বি) নিহত হয়েছেন। এদিকে মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ নেতা–কর্মীদের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক।
বগুড়ার দুপচাচিয়ায় থানায় হামলা করার সময় গুলিতে অজ্ঞাত পরিচয় একজন নিহত হয়েছেন। একই জেলায় গুলিতে মনিরুল ইসলাম নামে আরও একজন নিহত হয়েছেন।
তথ্যসূত্র যুগান্তর বাংলাদেশ