স্পোটিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট
বিশেষ প্রতিনিধি : দরগাতলা শিশু উদ্যানের 70তম বর্ষ পূর্তি উপলক্ষে দুদিন ব্যাপী দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ঠাকুরপুকুর দরগা তলায় স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে উক্ত টুর্নামেন্টে উপস্থিত ছিলেন আই এন টি ইউ সি দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি শক্তি পদ মণ্ডল। উক্ত অনুষ্ঠানে ১২৬ ও ১২৫ নম্বরের কাউন্সিলার শ্রীঘনশ্রী বাগ ও ছন্দা সরকার,এবং সিপিডিআর এর রাজ্য সম্পাদক আইনজীবী সৈয়দ হাবিবুল্লাহ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই ফুটবল টুর্নামেন্টে দরগাতলা স্পোর্টিং ক্লাব বিজয়ী হয় এবং হাসপুকুর ক্লাব বিজেতা হিসেবে ঘোষিত হয়। জেলা সভাপতি তাদের কাপ বিতরণ করে। সমগ্র অনুষ্ঠানটি শিশু উদ্যানের মাঠে অনুষ্ঠিত হয়।