কলকাতা 

আদি গঙ্গার পার জুড়ে হবে সৌন্দর্যায়নের কাজ

শেয়ার করুন

স্মৃতি সামন্ত : কলকাতা পুরসভার ২৮ টি ওয়ার্ড জুড়ে রয়েছে টালি নালা বা আদি গঙ্গা। শহরের মধ্যে এই জলাশয় কার্যত নর্দমায় পরিণত হয়েছিল। বিভিন্ন প্রকল্পের অর্থ সাহায্যে ড্রেজিং এর কাজ শুরু হওয়ায় গতি মিলেছে আদি গঙ্গায়। কিন্তু সচেতনতার প্রচার করা সত্ত্বেও আদিগঙ্গাতেই জঞ্জাল আবর্জনা ফেলছেন বাসিন্দারা। বারবার সচেতনতা প্রচার করা হয়েছে। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম নিজে আবেদন করেছেন। তাতেও কাজ হয়নি। এবার তাই কলকাতা পুরসভার নিজস্ব উদ্যোগে কাজ শুরু করা হবে।

★সোনারপুরের দিক থেকে কলকাতা পৌরসভার 111 নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে লোহার জাল লাগানোর কাজ।

Advertisement

★প্রাথমিকভাবে তিন ফুটের ইটের রেলিং হবে। সেই রেলিং এর উপর থাকবে ট্রি। যেখানে গাছ লাগিয়ে সৌন্দর্যায়ন করা হবে।

★এই রেলিং এর উপর আরো ১০ ফুটের লোহার কাঠামো ; সেখানেই থাকবে জাল। যাতে রাস্তা থেকে ময়লা টালি নালায় ফেলা না যায়।

সাধারণ বাসিন্দাদের অনেকেই বললে শুনতো না এবার পুরসভা ভালো কাজ করেছে এর ফলে আর কেউ টালি নালায় ময়লা ফেলতে পারবেনা।

কলকাতা পুরসভার দৈঘাট থেকে গড়িয়া স্টেশন পর্যন্ত ১৭ কিলোমিটার। নমামি গঙ্গা প্রকল্পে কলকাতা পৌরসভার ৬৬৪ কোটি টাকা অনুমোদন পেয়েছে। কলকাতা পুরসভার ২৮টি ওয়ার্ড ছাড়াও সোনারপুর রাজপুর পুরসভার তিনটি ওয়ার্ড আছে টালি নালা সংলগ্ন। সচেতনতার প্রচার করে বারবার অনুরোধ করার পরেও বাসিন্দাদের ফের আদি গঙ্গা বাঁচানোর আর্জি মেয়র ফিরহাদ হাকিমের।

ব্রীজি রোড, বাঁশদ্রোনী, গল্ফগার্ডেনে তিনটি বিজ্ঞান সম্মত আধুনিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে।

★৫০ কিলোমিটার ভূগর্ভস্থ নিকাশি পাইপ লাইন।

★১২ টি নতুন ড্রেনেজ পাম্পিং স্টেশন।

★১১ টি পাম্পিং স্টেশনের সংস্কার ও আধুনিকীকরন করা হবে।

★সেমি অটোমেটিক নতুন ৬ টি পেন স্টক গেট বসানো হবে। ৬৮ টি পুরনো গেটের সংস্কার হবে।

★৪ টে ট্রেসল ব্রিজ তৈরি করা হবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ