কলকাতা 

দশম শ্রেণীর শিক্ষার্থীদের পড়তেই হবে এই বইটি সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা তরুনের স্বপ্ন বইটি বাধ্যতামূলক করতে করার সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের এক অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা তরুণের স্বপ্ন বইটি দশম শ্রেণীর ছেলেমেয়েদের আবশ্যিক পাঠ্য করার। মুখ্যমন্ত্রীর সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে দশম শ্রেণীর পাঠরত ছেলে মেয়েরা তরুনের স্বপ্ন বইটি পড়বে পাঠ্য হিসাবে। কিন্তু আবশ্যিক পাঠ্য হিসাবে নয়।

এই বইটির ওপর কোন প্রশ্ন বা কোন পরীক্ষা হবে না। তাই এই বই পড়ার সিদ্ধান্তটা কতটা কার্যকর হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ বর্তমান সময়ের ছেলে মেয়েরা নম্বরের পেছনে ছুটতে গিয়ে অন্য বই পড়ার সময় তারা পায় না। তবে যাই হোক যদি কয়েক লক্ষ ছেলে মেয়ের মধ্যে কয়েক হাজার ছেলে মেয়ে যদি সুভাষচন্দ্র বসুর এই বইটি পড়েন তাহলে তাদের মধ্যে দেশপ্রেম জাতীয়তাবোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এর উপরে একটা ধারণা তৈরি হবে। এটাই হচ্ছে আমাদের বঙ্গ সংস্কৃতির সবচেয়ে বড় প্রাপ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি কথাও বলেছিলেন উচ্চমাধ্যমিকে স্বামী বিবেকানন্দের লেখা একটি বই পাঠ্য করার জন্য। সে বিষয়ে এখনো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কোন সিদ্ধান্ত নেয়নি। তারা নিলে অবশ্যই খুব ভালো উদ্যোগ হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ ব্যক্তিত্ব ছিলেন একই রকম ভাবে বিবেকানন্দ ছিলেন ধর্মনিরপেক্ষ ব্যক্তিত্ব। কিন্তু একটি শ্রেণীর লোক তাকে হিন্দুত্ববাদী বলে বিবেকানন্দকে চিহ্নিত করার চেষ্টা করে সেই অপচেষ্টার বিরুদ্ধে বিবেকানন্দের বই পড়ানো আগামী প্রজন্মের ছেলেমেয়েদেরকে অবশ্যই দরকার বলে মনে করা হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ