দেশ 

“আমরা নরকের মধ্যে বাস করছি, আমাদেরকে বাঁচান” দিল্লিতে বেসমেন্টে মৃত্যুর ঘটনার ইনসাফ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন এক পড়ুয়া

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দিল্লির রাজেন্দ্র নগরীর বেসমেন্টে মধ্যে কোচিং সেন্টার চালানো হচ্ছে দীর্ঘদিন ধরে। কয়েকদিন আগে ওই কোচিং সেন্টারের লাইব্রেরীতে জল ঢুকে যায় এবং এর ফলে তিনজন পড়ুয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিল্লিতে। আইএস পড়ুয়ার মৃত্যুর পর দিল্লি শহরের ১৩ টি কোচিং সেন্টারকে বন্ধ করে দিয়েছে দিল্লি প্রশাসন। এরপরই ইনসাফ চেয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে চিঠি লিখলেন পড়ুয়ারা। অবিনাশ দুবে নামের ওই ছাত্র লিখেছেন, “আমরা নরকের মধ্যে বাস করছি।” সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে সাম্প্রতিক ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

চন্দ্রচূড়কে লেখা চিঠিতে রাজেন্দ্রনগর, মুখার্জিনগরের মতো এলাকার জঘন্য পৌর পরিকাঠামো নিয়ে সরব হয়েছেন পড়ুয়া। তাঁর দাবি, খারাপ নিকাশি ব্যবস্থার কারণে ওই এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয় প্রায় প্রতি বছর। জলযন্ত্রণার জন্য পৌরনিগমের দায় সারা মনোভাবকেই দায়ী করেছেন ছাত্র। রাজেন্দ্রনগরের বেসমেন্টের মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে।

Advertisement

অবিনাশ লিখেছেন, “বৃষ্টির কারণে বেসমেন্টে জলে ভরে গিয়েছিল। প্রাণ গিয়েছে ৩ জন পড়ুয়ার। স্যর, রাজেন্দ্রনগর, মুখার্জিনগরের মতো এলাকা জলমগ্ন হয় প্রতি বছর, পৌরনিগমের অবহেলার কারণে। বর্ষার সময় হাঁটু জলে যাতায়াত করতে হয় আমাদের। আজ আমাদের মতো ছাত্র-ছাত্রীরা নরকের জীবন যাপন করছি।” একটানা বৃষ্টি হলেও বহু বাড়িতেও যে জল ঢোকে, নর্দমার জল আর বৃষ্টির জল মিলেমিশে ভয়ংকর পরিস্থিতি হয়, সেই কথাও উল্লেখ করেছেন অবিনাশ।

“আমাদের মতো ছাত্ররা যে কোনও মূল্যে লক্ষ্য ছুঁতে তৈরি। কিন্তু বেসমেন্টের ঘটনা প্রমাণ করলে ছাত্রদের জীবন অসুরক্ষিত। দিল্লি সরকার এবং পৌরনিগম আমাদের কিটপতঙ্গের মতো বাঁচতে বাধ্য করছে।” লেখা হয়েছে চিঠিতে। অবিনাশ প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে আরও বলেছেন, “স্বাস্থ্যকর জীবন একজন ছাত্রের প্রাথমিক অধিকার।” যা থেকে বঞ্চিত করা হচ্ছে। ওই পড়ুয়ার বক্তব্য, “শিক্ষার্থীদের নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ প্রয়োজন যাতে তাঁরা নির্ভয়ে পড়াশুনা করতে পারেন এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ