মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষক নিয়োগ ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিধানসভায় সরব নওশাদ সিদ্দিকী
বিশেষ প্রতিনিধি : সোমবার বিধানসভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর বিধায়ক নওশাদ সিদ্দিকী রাজ্যের মাদ্রাসা শিক্ষা কেন্দ্র গুলির অবস্থা নিয়ে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি এদিন উল্লেখ পর্বে বিধানসভায় মাননীয় মন্ত্রীর কাছ থেকে জানতে চান, সংখ্যালঘু উন্নয়নের জন্য কখনো ৫ হাজার কোটি টাকা কখনো ৫ হাজার কোটি টাকার বেশি আবার কখনো ৪০০০ কোটি টাকার বেশি বরাদ্দ করা হচ্ছে বলে মাননীয়া মুখ্যমন্ত্রী বলে থাকেন। কিন্তু দেখা যাচ্ছে বাজেটে এত টাকা বরাদ্দ সত্ত্বেও মাদ্রাসার শিক্ষা কেন্দ্রগুলিতে ৫০ শতাংশ শিক্ষক নেই। কোন শিক্ষক অবসর নিয়েছেন বা কোন শিক্ষক শারীরিক কারণে মাদ্রাসা গুলিতে আসতে পারছেন না কিন্তু সেই অনুপাতে শিক্ষক নিয়োগ হচ্ছে না কেন সে বিষয়ে তিনি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
নওশাদ সিদ্দিকী এদিন বলেন যে রাজ্য সরকার দাবি করে থাকেন 5000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সংখ্যালঘু উন্নয়নের জন্য কখনো দাবি করে থাকেন পাঁচ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে সংখ্যালঘু উন্নয়নের জন্য কিন্তু মমতা সরকারের ১০ বছর পরেও সংখ্যালঘুদের কোন উন্নয়ন হয়েছে বলে মনে হচ্ছে না। তিনি আরো বলেন, মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলি শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। বেশ কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন এই মাদ্রাসার শিক্ষা কেন্দ্রগুলিকে মাদ্রাসা বোর্ডের অধীনে আনা হবে কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা কেন্দ্র গুলির শিক্ষকেরা বা অশিক্ষক কর্মচারীরা অবসর গ্রহণের পর নতুন করে ওইসব শিক্ষা কেন্দ্রে শিক্ষক নিয়োগ হচ্ছে না ফলে সংকট তীব্র হচ্ছে। শিক্ষকের অভাবে এইসব মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলি সহ অন্যান্য মাদ্রাসাগুলিতে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে নওশাদ সিদ্দিকী অভিযোগ করেন।
তিনি আরো বলেন শিক্ষার্থীদের স্বার্থে গরীব দুস্থ পরিবারের ছেলেমেয়েদের স্বার্থে এবং তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার স্বার্থে অবিলম্বে এইসব মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষক নিয়োগ করা হোক।।