জয়নগরে দুস্কৃতিদের গুলিতে নিহত তিনজনের স্ত্রীকে চাকরির নিয়োগ পত্র দিলেন মুখ্যমন্ত্রী
বাংলার জনরব ডেস্ক : দক্ষিন ২৪ পরগণার জয়নগরে গত ১৩ ডিসেম্বর পেট্রোল পাম্পে দুষ্কৃতীদের ছোড়া এলোপাথাড়ি গুলি ও বোমায় নিহত হন তিন জন। দুষ্কৃতীদের গুলিতে নিহত তিন জনের স্ত্রীকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি পরিষেবার এক অনুষ্ঠানে বলেন, এ ধরনের দুষ্কৃতী কর্মকাণ্ড তাঁর সরকার মোটেই বরদাস্ত করবে না। পুরো ঘটনার তদন্ত চলছে। তার আগে নিহতদের পরিবারের আর্থিক পরিস্থিতির দিকে তাকিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আগেই তিনি নিহতদের স্ত্রীদের সঙ্গে কথা বলেন।জানা গিয়েছে, তিন নিহতের মধ্যে ২ জনের স্ত্রীকে হেলথ এবং ১ জনকে হোম ডিপার্টমেন্টে গ্রুপ-ডি পদে যোগদানের নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর পেট্রোল পাম্পে বোমা মেরে সারফুদ্দিন খান (৩২), সেলিম খান (২৪) ওরফে বাবু (গাড়ির চালক), আমিন গাজি (৩২) ওরফে তোতন এই তিনজনকে মারা হয় । স্থানীয় বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ির চালাচ্ছিলেন সেলিম। সেই গাড়ি লক্ষ্য করেই গুলি-বোমা ছোড়ে দুষ্কৃতীরা।