আন্তর্জাতিক 

ইন্টারন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াডে চতুর্থ স্থান দখল করে দেশের বিরাট জয়

শেয়ার করুন

নায়ীমুল হক: ইন্টারন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াড (IMO) বা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে এ বছরে 108টি দেশের মধ্যে চতুর্থ স্থান দখল করে ভারত বিরাট জয় লাভ করেছে। ছ জনের দলে ভারতের চারজন পেয়েছে সোনা এবং একজন পেয়েছে রুপোর পদক আর ষষ্ঠ জন পেয়েছে স্পেশাল মেনশন পদক। উল্লেখ্য, ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীরা বিশ্বের সব থেকে বড় এই গণিত প্রতিযোগিতায় অংশ নিতে পারে। রোমানিয়ায় 1959 সালে সাতটি দেশ নিয়ে শুরু হয়েছিল ইন্টারন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াড। ইংল্যান্ডের বাথ শহরে 11 থেকে 22 জুলাই অনুষ্ঠিত এবছরের অলিম্পিয়াড ছিল আন্তর্জাতিক প্রতিযোগিতার 65তম বর্ষ। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় সুযোগ পেতে ভীষণ রকম কঠিন পরীক্ষা নিরীক্ষা পার করতে হয়।

আমাদের দেশের নিয়ম অনুযায়ী রাজ্য পর্যায়ে নির্বাচিত হতে হয় রিজিওনাল ম্যাথস অলিম্পিয়াডে। তারপর জাতীয় পর্যায়ে ইন্ডিয়ান ন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াড। সেখান থেকে নির্বাচিত হয় ছয়জনের দল। এ বছর এই দলে সুযোগ পেয়েছিল মহারাষ্ট্র, আসাম, উত্তর প্রদেশ এবং দিল্লির ছয় কৃতী ছাত্র। মহারাষ্ট্র থেকে আদিত্য মাঙ্গটি ভেঙ্কট গণেশ, আসাম থেকে আনন্দ ভাদুড়ী, উত্তর প্রদেশ থেকে কাণাভ তালোয়ার, মহারাষ্ট্র থেকে রুশীল মাথুর, দিল্লি থেকে অর্জুন গুপ্তা এবং মহারাষ্ট্র থেকে সিদ্ধার্থ চোপড়া।

Advertisement

১৯৮৯ এর পর থেকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ভারতের সবথেকে ভালো পারফরম্যান্স হয়েছে এ বছর। এই দলের সেরা পারফর্মার মহারাষ্ট্রের শ্রীচৈতন্য টেকনো স্কুলের ছাত্র আদিত্য ক্লাস এইট থেকেই অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। শেষ দু বছরেও অংশ নিয়েছিল সে। এ বছর তার স্কোর 35, আদিত্য তার এই সাফল্য উৎসর্গ করেছে তার মেন্টর অধ্যাপক এম প্রকাশকে। আদিত্য জানিয়েছে, পরের বছর অস্ট্রেলিয়াতে বসবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, সেখানে আরো উৎসাহ নিয়ে যাতে ছাত্র-ছাত্রীরা অংশ নেয় সে বিষয়ে তার সব রকমের সহযোগিতা থাকবে।

মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের বহু গণিতবিদরা আন্তর্জাতিক পর্যায়ের সেরা এই গণিত প্রতিযোগিতায় দেশের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। প্রতিযোগী দলকে প্রধানমন্ত্রী বলেছেন, তাদের এই সাফল্য অন্যান্য তরুণদেরও অনুপ্রাণিত করবে। আর এই ভাবেই গণিতের মতো একটি বিষয় সকলের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ