কলকাতা 

উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী আসার আগেই দুর্ঘটনা, আহত ২

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার কলকাতার আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান শুরুর আগে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে আসার কিছুক্ষণ আগেই প্রেক্ষাগৃহে দুর্ঘটনা হয়েছে বলে খবর পাওয়া গেছে।প্রেক্ষাগৃহের প্রবেশপথে তোরণ ভেঙে পড়ে দু’জন জখম হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সূত্রের খবর, এক জনের মাথায় আঘাত লেগেছে।

স্থানীয় সূত্রে খবর, যে দু’জন জখম হয়েছেন, তাঁরা লোকশিল্পী। দক্ষিণ ২৪ পরগনা থেকে এসেছিলেন অনুষ্ঠানে পারফর্ম করতে। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সূত্রের খবর, এক জনের মাথায় আঘাত লেগেছে।

Advertisement

মুখ্যমন্ত্রী প্রেক্ষাগৃহে আসার আধ ঘণ্টা আগে দুর্ঘটনাটি ঘটে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, প্রেক্ষাগৃহের বাইরে লাইনে দাঁড়িয়েছিলেন অনেকে। সেই সময় দমকা হাওয়ায় ভেঙে পড়ে তোরণটি। তাতে অন্তত ২০-২৫ জন নীচে চাপা পড়ে গিয়েছিলেন। তাঁদের মধ্যে দু’জন গুরুতর চোট পেয়েছেন। বাকিদের আঘাত ততটাও গুরুতর নয় বলেই জানা গিয়েছে।

এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার পর প্রেক্ষাগৃহে যত ফ্লেক্স লাগানো ছিল, সব খুলে ফেলা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ