কলকাতা 

‘একজনেরও চাকরি যাবে না’ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আশ্বাস মমতার

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : একুশে জুলাই এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা প্রসঙ্গে মুখ খুললেন। সম্প্রতি কলকাতা হাইকোর্ট ২৫ হাজার ৭৫৩ জন এর চাকরি বাতিল করেছে দুর্নীতির ইস্যুতে। এ প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কারও চাকরি যাবে না সবাই তাদের চাকরি ফিরে পাবেন। যদিও দুর্নীতি নিয়ে তিনি নিজের দলের নেতাকর্মীদের দায়ী না করে এই চাকরি বাতিলের ক্ষেত্রে সরাসরি বিজেপি কংগ্রেস সিপিএমকে নিশানা করেছেন।

মমতা (Mamata Banerjee) এদিন বলেন, “বিজেপি আন্দোলনে পারে না। তাই বিজেপি, সিপিএম, কংগ্রেস শুধু আদালতে যাচ্ছে। ১০ লক্ষ সরকারি চাকরি তৈরি। একটাও কাজ করতে যাচ্ছি। আদালতে PIL খাচ্ছে। আর PIL খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনও বলছে ২৬ হাজারের চাকরি খাই, তো কখনও বলছে ৪২ হাজারের চাকরি খাই। কখনও বলছে ওবিসি সংরক্ষণ উঠিয়ে দাও। না উঠবে না। কারও চাকরি যাবে না। আমরা লড়ছি। সুপ্রিম কোর্টে গিয়েছি। লড়াই আমার করব। ২ কোটির বেশি মানুষকে ওবিসি সার্টিফিকেট দিয়েছি। তাঁরা নিজের পায়ে দাঁড়িয়েছেন।”

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট বার্তা দিয়ে বলেন একজনেরও চাকরি যাবে না। উল্লেখ্য ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। কিন্তু গত ১৬ ই জুলাই শুনানিতে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত রাজ্য সরকার হলফনামা দিয়ে বলতে পারেনি কোন কোন শিক্ষক ও অশিক্ষক কর্মীর বেআইনিভাবে নিয়োগ হয়েছিল। ফলে  এই মামলা আরো তিন সপ্তাহের জন্য পিছিয়ে গেল। এখন দেখার বিষয় এই চাকরি বাতিলের ক্ষেত্রে রাজ্য সরকার কি ভূমিকা নেয়!


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ