প্রচ্ছদ 

কনসেপ্ট ক্লিয়ার করো, মজা পাবে পড়াশোনায়, রেজাল্ট ভালো হবে, পেশা-ও হতে পারে পছন্দের : ডঃ পার্থ কর্মকার

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ দিনাজপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান বেস আন-নূর মডেল স্কুলে বুধবার ছাত্রীদের নিয়ে এক কর্মশালায় গুরুত্বপূর্ণ এই কথাগুলো বলছিলেন ডঃ পার্থ কর্মকার। স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় গণিতের প্রসিদ্ধ এই শিক্ষক ও শিক্ষা প্রশাসক ডঃ পার্থ কর্মকার বলেন পড়াশোনায় সর্বদা কনসেপ্ট ক্লিয়ার করা উচিত, না হলে পদে পদে সমস্যা সৃষ্টি হবে। বর্তমান সময়ে সমস্ত পরীক্ষাতে এমসিকিউ প্রশ্নের আধিক্য। এই ধরনের প্রশ্ন সমাধান করতে কনসেপ্ট ক্লিয়ার করার প্রয়োজন খুব বেশি। । ছাত্রীদের নিয়ে দুটো গ্রুপ করা হয় এই কর্মশালা। প্রথমটি ফাইভ থেকে সেভেন এবং দ্বিতীয়টি হয় এইট থেকে টুয়েলভের ছাত্রীদের নিয়ে।

ছাত্রীদের কাছে জনে জনে তিনি জানতে চান তাদের পছন্দের বিষয় কী এবং ভবিষ্যতে কী হতে চায় তারা। তিনি আরো জিজ্ঞাসা করেন ভবিষ্যৎ পেশা নিয়ে তাদের এই লক্ষ্যের পেছনে কারণ কী এবং তার জন্য কী ধরনের প্রস্তুতি তারা নিচ্ছে। ছাত্রীদের দেওয়া উত্তরের ভিত্তিতে তিনি তখন তাদের ধারণা আরও পরিষ্কার করে দেন, সঙ্গে সঙ্গে তিনি বলেন প্রথাগত চিন্তা-ভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ পেশার জগত আজ অনেক বেশি বিস্তীর্ণ। বিভিন্নভাবে নিজের মেধা ও দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ এসেছে এখন। আমাদের চোখ মুখ খোলা রাখতে হবে, বুঝতে হবে কাজের জগতকে এবং অতি অবশ্যই নিজের দক্ষতা সম্পর্কে জানাও খুব জরুরি। তিনি বলেন বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীর দক্ষতা কোন দিকে তা বুঝতে পারা যায়। ছাত্রীদের সঙ্গে কথোপকথনে তিনি সব থেকে জোর দেন প্রশ্ন করার উপর। পড়াশোনা হোক কিংবা জীবনের যেকোনো আঙ্গিকে যেকোনো ঘটনা, সমস্ত কিছুই যুক্তি দিয়ে বোঝার মাধ্যমে তা পরিষ্কার হতে পারে, এবং সেটাই হওয়া উচিত। মুখস্ত বিদ্যা কখনোই ভালো কিছু দিতে পারে না। প্রসঙ্গক্রমে উঠে আসে গণিতের কথা। তিনি বলেন আমাদের সমাজে গণিত ভীতি নিয়ে প্রবল একটা প্রবাহ লক্ষ্য করা যায়। আসলে কি তাই? কখনোই না। তিনি বলেন, গণিত হল এমন একটি বিষয় যা সম্পূর্ণরূপে যুক্তি দিয়ে এগোতে শেখায়। আমরা তো দৈনন্দিন কাজ-কর্মের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নিই যুক্তির আলোকে। তা কি কখনো মুখস্থ করতে হয়! ঠিক তেমনিই, গণিতের ক্ষেত্রেও একই কথা। কোনো কিছু সেখানে মুখস্ত করতে হয় না, ফলে এটা অনেক সহজ, অনেক প্রাণবন্ত, অনেক মজার।

Advertisement

কর্মশালা শেষে ছাত্রীরা জানায়, এদিনের আলোচনা তারা জীবনেও ভুলতে পারবেনা, এতই খুশি হয়েছে তারা।

প্রান্তিক অঞ্চলের এই আবাসিক বিদ্যালয়ের আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ডঃ পার্থ কর্মকারকে বেস এডুকেশনাল হাব-এর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানান সম্পাদক খাদেমুল ইসলাম, প্রধান শিক্ষক আইয়ুব আনসার, তামিম ইসলাম প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ